nusrat jahan

‘ডিকশনারি’র প্রিমিয়ারে একসঙ্গে যশ-নুসরত, টলিপাড়ায় বাড়ল গুঞ্জন

টলিউডের এই উঠতি পাওয়ার কাপল কোনও রাখঢাক না রেখেই একসঙ্গে এসেছিলেন ছবি দেখতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২১ ১১:৫৪
Share:

যশ-নুসরত।

ইনস্টাগ্রামের দেওয়াল আর গ্রাম-বাংলার মাচা থেকে বেরিয়ে এ বার টলিউডের আসরেও #যশরত। গত বৃহস্পতিবার ‘ডিকশনারি’র প্রিমিয়ারে একসঙ্গে উপস্থিত হলেন নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত।

Advertisement

টলিউডের এই উঠতি পাওয়ার কাপল কোনও রাখঢাক না রেখেই একসঙ্গে এসেছিলেন ছবি দেখতে। শুধু তাই নয়, ক্যামেরার সামনে দাঁড়িয়ে সাবলীল ভাবে হাসি মুখে পোজও দিয়েছেন তাঁরা। অর্থাৎ, লেন্সের সঙ্গে যে কোনও লুকোচুরি নেই, তা নিজেদের কাজের মাধ্যমে স্পষ্ট ভাবে বুঝিয়ে দিলেন যশ-নুসরত। ‘ডিকশনারি’র আগে নুসরতকে দেখা গিয়েছিল ‘এসওএস কলকাতা’ ছবিতে। ছবির স্ক্রিনিংয়ে নুসরতের সঙ্গে উপস্থিত ছিলেন স্বামী নিখিল জৈন। স্ত্রীয়ের সঙ্গে হাসিমুখে ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় তা পোস্টও করেছিলেন নিখিল। যদিও তাঁর প্রোফাইল ঘেটে দেখলে সে সব ছবির দেখা মেলে না আর। টলিউডের গুঞ্জন, এই ছবির শ্যুটের সময় থেকেই যশের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন নুসরত। তার পর থেকেই আলগা হতে থাকে নিখিল এবং নুসরতের সম্পর্কের বাঁধন।
প্রিমিয়ারে নিখিলের অনুপস্থিতি সেই গুঞ্জনেই যেন আরও একবার শিলমোহর লাগাল।

একসঙ্গে মাচা শুরু করেছিলেন আগেই, এ বার প্রিমিয়ারেও আসছেন জুটি হয়ে। মুখে কুলুপ আঁটলেও, কাজের মাধ্যমেই কি নিজেদের রসায়ন জনসমক্ষে নিয়ে আসছেন যশ-নুসরত? ‘ডিকশনারি’র প্রিমিয়ারে দু’জনের একসঙ্গে আসাকে কেন্দ্র করে টলিউডের অলিগতি ভেসে বেড়াচ্ছে এমনই সব প্রশ্ন।

Advertisement

প্রিমিয়ারে একসঙ্গে নুসরত এবং যশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement