Nusrat Jahan Mimi Chakraborty

টিকটকে ‘লাল ইশ্ক’-এ ভাসলেন নুসরত, নাচের তালে মাতলেন মিমি

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নুসরত এবং মিমির টিকটক ভিডিয়ো। হাতে চুড়া পড়ে, ট্র্যাডিশনালসাজে সেজে বলিউডি গানের সঙ্গে নুসরতের ভিডিয়ো দেখলে চমকে যাবেন আপনি! ওদিকে আবার টিকটকের মাধ্যমে অনুরাগীদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন মিমিও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৯ ১৯:১২
Share:

মিমি-নুসরত।

টিকটকের জনপ্রিয়তা বাড়ছে দিন দিন।সাধারণ থেকে সেলেব টিকটকের জালে আটকে সবাই। টলি পাড়ার দুই অত্যন্ত জনপ্রিয় নায়িকা নুসরত জাহান এবং মিমি চক্রবর্তীও অনুরাগীদের জন্য নিয়মিত ভিডিয়ো আপলোড করেন টিকটকে।

Advertisement

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নুসরত এবং মিমির টিকটক ভিডিয়ো। হাতে চুড়া পড়ে, ট্র্যাডিশনালসাজে সেজে বলিউডি গানের সঙ্গে নুসরতের ভিডিয়ো দেখলে চমকে যাবেন আপনি! ওদিকে আবার টিকটকের মাধ্যমে অনুরাগীদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন মিমিও।

তাঁদের সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামেও। সেখানেও বয়ে গিয়েছে কমেন্টের বন্যা।

Advertisement

আরও পড়ুন-শরীরী বিভঙ্গে রাজ-শুভশ্রীর জমিয়ে ভাসান ডান্স, ভাইরাল হল ভিডিয়ো

আরও পড়ুন-‘অন্তঃসত্ত্বা! কিন্তু তোমার স্বামী কোথায়?’ ট্রোলের সম্মুখীন কল্কি

দেখুন মিমি এবং নুসরতের টিকটক ভিডিয়ো

Watch Video : Hottie Beauty Nusrat 💋 . Inquiries 👉 @abhisheksahaphotographer Follow 👉 @tollyplanetbangla for more updates ❤️❤️❤️ . . #tollyplanetbangla #bollywood #delhi #mumbai #hyderabad #kolkata #india #blouse #saree #tollywood #calcutta #westbengal #cleavage #andhrapradesh #kerala #indian #fashion #assam #pune #bombay #chennai #fashionista #love #fashionphotography #girl #nusratjahan #tiktok #uttarakhand #bengaliactress

A post shared by Tolly Planet Bangla (@tollyplanetbangla) on

Diwali hangover @tiktok @tiktok.indiaofficial

A post shared by Mimi (@mimichakraborty) on

সদ্য পার হওয়া পুজোতে স্বামী নিখিলের সঙ্গে মেতেছিলেন নুসরত। সেই মেজাজ যে এখনও ফিকে হয়ে যায়নি তা তাঁর টিকটক ভিডিয়োগুলি দেখেই আন্দাজ করা যায়। আবার একটি সূত্রে জানা গিয়েছিল,‘বিশেষ বন্ধু’র সঙ্গে দীপাবলি কাটানোর পরিকল্পনা আছেমিমির। যদিও এ ব্যাপারে মুখ খোলেননি নায়িকা।

মিমির ‘বিশেষ বন্ধু’ তুরস্কেরলাইন প্রোডিউসার মিলি গুলহান।বছর তিনেক আগে পরিচয় হয়েছিল তাঁদের। কয়েক বছর আগে পরিচালক বিরসা দাশগুপ্তের একটি ছবির শুটিংয়ে তুরস্কে গিয়েছিলেন তিনি। সেই শুটিংয়ের স্থানীয় ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন মিলি।সেখানেই মিমির সঙ্গে আলাপ হয় তাঁর থেকে কয়েক বছরের ছোট মিলির।নুসরত জাহানের বিয়ের যে আয়োজন বিদেশে হয়েছিল তার দায়িত্বেও ছিলেন এই মিলি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement