ছোটদের জন্য

২০১৫ সালে এই ছবির কাজ শুরু করেছিলেন আর্ট ডিরেক্টর নীতীশ। দীর্ঘ দিন মুম্বইয়ে কাজ করার পর নিজের ছাত্র-সহকারীদের নিয়ে নেমে পড়েছিলেন ‘ঠাকুরমার ঝুলি’র প্রিয় গল্পকে লাইভ-অ্যাকশনে দেখাবেন বলে।

Advertisement
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৯ ০০:০১
Share:

শুটিংয়ে নীতিশ

ছোটদের জন্য ভেবে ছবি বানিয়েছেন নীতীশ রায়। ‘বুদ্ধু ভুতুম’ নামে সেই লাইভ অ্যাকশন অ্যানিমেটেড ছবি মুক্তি পাচ্ছে আগামী ২০ সেপ্টেম্বর।

Advertisement

২০১৫ সালে এই ছবির কাজ শুরু করেছিলেন আর্ট ডিরেক্টর নীতীশ। দীর্ঘ দিন মুম্বইয়ে কাজ করার পর নিজের ছাত্র-সহকারীদের নিয়ে নেমে পড়েছিলেন ‘ঠাকুরমার ঝুলি’র প্রিয় গল্পকে লাইভ-অ্যাকশনে দেখাবেন বলে। ক্রোমায় পুরো ছবিটা শুট করা এবং ভিএফএক্সের দায়িত্বে ছিল সেই টিম। এত দিনে মুক্তি পাচ্ছে ছবিটি। মুখ্য চরিত্রে সুজয়কুমার সাহা, মানালি দে, শঙ্কর চক্রবর্তী, লকেট চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। হ্যারি পটার-লায়ন কিং দেখা খুদেদের কতটা ভাল লাগবে ‘বুদ্ধু ভুতুম’? পরিচালকের জবাব, ‘‘আমরা চেষ্টা করেছি। বাকিটা ছোটরাই বলুক।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement