দক্ষিণী অভিনেত্রী নিত্যা মেনন। ছবি: সংগৃহীত।
দক্ষিণী বিনোদন জগতের সুবিদিত অভিনেত্রী নিত্যা মেনন। ‘ওকে কনমনি’, ‘মেরসল’-এর মতো ছবিতে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন নিত্যা। শুধু দক্ষিণী ছবিতেই নয়, হিন্দি ছবি ‘মিশন মঙ্গল’-এ অক্ষয় কুমার, বিদ্যা বালন, তাপসী পন্নু, সোনাক্ষী সিন্হার মতো শিল্পীদের সঙ্গে কাজ করেছেন তিনি। সম্প্রতি খবর মেলে, একটি ছবির সেটে নাকি এক তামিল অভিনেতার হাতে হেনস্থার শিকার হয়েছেন অভিনেত্রী। দিন কয়েক আগে সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হওয়া বিবৃতিতে দাবি করা হয়, নিত্যা নাকি কোনও এক সাক্ষাৎকারে বলেছেন ‘‘তেলুগু ইন্ডাস্ট্রিতে কাজ করতে আমার কখনও কোনও সমস্যা হয়নি। তবে তামিল ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসে আমি খুব ভুগেছি। একটা ছবির শুটিং চলাকালীন তো সেই ছবির নায়ক আমাকে হেনস্থা পর্যন্ত করেছিলেন।’’
বিবৃতি ভাইরাল হওয়ার পরেই জল্পনা বাড়তে থাকে ওই অভিযোগ ঘিরে। এ বার এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজে। নিত্যা জানান, তাঁর এই অভিযোগের খবর নাকি একেবারেই মিথ্যা। সমাজমাধ্যমের পাতায় নিত্যা লেখেন, ‘‘এটা সম্পূর্ণ ভুল একটা খবর। আমি এই সাক্ষাৎকারটাই দিইনি। কেউ যদি জানেন যে এই অভিযোগের রটনা কে ছড়ানো শুরু করেছেন, তা হলে আমাকে দয়া করে জানান। এমন ভুয়ো খবর রটানো নিয়ে আমি তাঁর সঙ্গে এক বার কথা বলতে চাই।’’ এখানেই থামেননি অভিনেত্রী। সাংবাদিকদের উদ্দেশ্য করে নিত্যা লেখেন, ‘‘সাংবাদিকতার নামে এমন মিথ্যা রটনা ছড়িয়ে বেড়ানোর বিষয়টাই খুব দুঃখজনক। দয়া করে ভুয়ো তথ্য ছড়ানো বন্ধ করুন।’’
যেমন বলা, তেমন কাজ। সমাজমাধ্যমের পাতায় ওই বিবৃতি প্রকাশের কিছু ক্ষণ পরেই রটনার জন্য দায়ী ব্যক্তিকে খুঁজেও বার করেন নিত্যা। তার পর সমাজমাধ্যমের পাতায় অভিনেত্রী লেখেন, ‘‘আমরা কেউ এখানে অনন্তকাল ধরে থাকার জন্য আসিনি। সেই সময়ের মধ্যেও লোকজন একে অন্যের সঙ্গে এমন ব্যবহার করার আগে একটুও ভাবেন না। এই ধরনের অকাজ খুব শীঘ্রই বন্ধ হওয়া উচিত।’’