Nimrat Kaur

Nimrat Kaur: খোয়া গেল ব্যাগ, আমেরিকা থেকে ফেরার পথে চরম হয়রানির মুখোমুখি নিমরত

চরম হয়রানি নিমরত কৌরের। হারিয়ে গেল ব্যাগ। রাগ উগরে দিলেন বিমনা সংস্থাকে নিয়ে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২২ ১৪:৩৫
Share:

প্রায় ৯০ ঘণ্টা যাত্রার পর নিমরত মুম্বই পৌঁছলেও এল না তাঁর ব্যাগ।

খোয়া গেল ব্যাগ। আমেরিকা থেকে মুম্বই ফেরার পথে চরম দুর্ভোগের শিকার অভিনেত্রী নিমরত কৌর। ২২ অগস্ট মুম্বই ফেরার কথা ছিল। আমেরিকার ডেট্রয়েট থেকে প্যারিস, তার পর প্যারিস থেকে দুবাই হয়ে মুম্বই। স্থির ছিল এমনটাই। কিন্তু ফেরার পথে ৪০ ঘণ্টা বিলম্বিত উড়ান।

Advertisement

প্রায় ৯০ ঘণ্টা যাত্রার পর অভিনেত্রী মুম্বই পৌঁছলেও এল না তাঁর ব্যাগ। একটি ব্যাগ তো পাওয়াই যাচ্ছে না। অন্য একটি ব্যাগ যখন তাঁর হাতে এসে পৌঁছয়, তার অবস্থা খুবই শোচনীয়। ভেঙেচুরে গিয়েছে পুরো ব্যাগ!

সেই ছবি টুইটারে দিয়ে নিমরত লেখেন, ‘আমি বিধ্বস্ত। প্রায় ৪০ ঘণ্টা বিলম্বিত উড়ানে মুম্বইয়ে ফেরার পরও আমি বিরক্ত। এখনও এসে পৌঁছয়নি একটি ব্যাগ। যার কোনও খোঁজও পাওয়া যাচ্ছে না। আর অন্য একটি ব্যাগের এই চরম দু্রবস্থা। কেউ ভাঙার চেষ্টা করেছে।’

Advertisement

অভিনেত্রী রীতিমতো দুশ্চিন্তায় পড়েছেন। তিনি লেখেন, ‘আমি ভাবতে পারছি না, সাধারণ যাত্রীদের কী খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়’!

‘লাঞ্চবক্স’, ‘এয়ারলিফ্ট’, ‘দশভি’— একের পর এক প্রশংসীত ছবির অংশ তিনি। অভিনেত্রী নিমরত কৌর, ধীরে ধীরে বলিপাড়ায় নিজের জমি শক্ত করছেন। তিনি সদ্য শেষ করেছেন একটি ভারতীয় শোয়েরও শ্যুটিং।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement