Nikhil Jain

Nikhil Jain: সময় কথা বলবে, নুসরতকে নিশানা করেই কি বার্তা নিখিলের?

নিখিল জৈনের ইনস্টাগ্রাম স্টোরিতে ভেসে উঠল এই দু’টি পঙক্তি। নুসরত জাহানের সঙ্গে তাঁর বিতণ্ডা এখনও অব্যাহত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৩:১৫
Share:

নুসরত জাহান এবং নিখিল জৈন।

‘তোমাকে সব সময় তোমার কথা বলতে হবে না। সময় বলে দেবে।’

নিখিল জৈনের ইনস্টাগ্রাম স্টোরিতে ভেসে উঠল এই দু’টি পঙক্তি। নুসরত জাহানের সঙ্গে তাঁর বিতণ্ডা এখনও অব্যাহত। তার আঁচই কি বারবার এসে পড়ছে ইনস্টাগ্রামে?

দিন কয়েক আগে নিখিলের সঙ্গে বিতণ্ডা দিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছিলেন নুসরত। নিজের স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে নিখিলের পাঠানো আইনি নোটিসের দু’টি লাইন প্রকাশ করেছিলেন তিনি। যার মাধ্যমে নুসরত বোঝাতে চেয়েছিলেন নিখিলই প্রথম তাঁদের সম্পর্কের কথা বোঝাতে ‘সহবাস’ কথাটি ব্যবহার করেছেন।

Advertisement

নিখিলের ইনস্টাগ্রাম স্টোরি।

আনন্দবাজার অনলাইনের কাছে নিখিল জানিয়েছিলেন, নুসরতকে তিনি সিঁদুর পরিয়ে বিয়ে করেছিলেন। তাই ‘সহবাস’ শব্দটি তিনি কখনওই ব্যবহার করেননি। নিখিল পাল্টা অভিযোগ করেছিলেন, স্কুলের এক পুরুষ বন্ধুর সঙ্গে তাঁর অন্য রকম সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন নুসরত।

এ রকমই অভিযোগ-পাল্টা অভিযোগের পালা জারি। ব্যক্তিজীবনের বিতণ্ডা আদালত পর্যন্ত গড়ালেও ইনস্টাগ্রামে স্টোরির মাধ্যমে মাঝেমধ্যেই নিজেদের কথা বলছেন নিখিল-নুসরত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement