Priyanka Chopra

নিক ছাড়া আর কাদের সঙ্গে ইয়ট পার্টিতে মাতলেন প্রিয়ঙ্কা?

গতকাল মিয়ামিতে প্রিয়ঙ্কার জন্য ইয়ট পার্টির আয়োজন করেছিলেন নিক। প্রমোদতরীর উপর আয়োজিত সেই পার্টিতে উপস্থিত ছিলেন প্রিয়ঙ্কার নিজের লোকজনরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৯ ১৩:০৫
Share:

নিক জোনাসের সঙ্গে প্রিয়ঙ্কা চোপড়া। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

তাঁর জন্মদিন পেরিয়ে গিয়েছে দিন পাঁচেক আগে। কিন্তু জন্মদিনের সেলিব্রেশন কিছুতেই শেষ হচ্ছে না বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার। প্রতিদিনই তাঁর জন্য ভিন্ন স্বাদের পার্টির আয়োজন করছেন নিক জোনাস। আর সেই সব পার্টির ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হচ্ছে। কখনও আবার নিজের কাজ কর্মের জন্য ট্রোল হচ্ছেন প্রিয়ঙ্কা।

Advertisement

গতকাল মিয়ামিতে প্রিয়ঙ্কার জন্য ইয়ট পার্টির আয়োজন করেছিলেন নিক। প্রমোদতরীর উপর আয়োজিত সেই পার্টিতে উপস্থিত ছিলেন প্রিয়ঙ্কার নিজের লোকজনরা। আর তাঁদের নিয়েই হুল্লোড়ে মাতলেন পিগি চপস। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল।

নিক আয়োজিত সেই পার্টিতে প্রিয়ঙ্কার সঙ্গে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল প্রিয়ঙ্কার দুই তুতো বোন পরিনীতি চোপড়া ও দিব্যা জ্যোতি। ঘটনা ক্রমে গতকাল ছিল পরিনীতি চোপড়ার জন্মদিন। তাই সেই পার্টির ছবি শেয়ার করে তিনি লিখেছন, ‘‘জন্মদিন সেলিব্রেশনের এর থেকে ভাল উপায় আর কি হতে পারে?’’

Advertisement

Miami done right! ⛵️Chill day on the boat laughing, dancing and making merry. Best way to celebrate a bday I’d say 💕

A post shared by Parineeti Chopra (@parineetichopra) on

দুই বোন ছাড়াও সেই পার্টিতে উপস্থিত ছিলেন প্রিয়ঙ্কার মা মধু চোপড়া ও প্রিয়ঙ্কার ম্যানেজার অঞ্জুলা আচারিয়া।

#boatdaysarethebestdays⚓️ #priyankasbirthday thank you @nickjonas @priyankachopra for creating some beautiful memories 😘♥️ #miami

A post shared by Anjula Acharia (@anjula_acharia) on

আরও পড়ুন: ‘জন্মদিন পালন করে ফুরসত কোথায়!’, ফের সমালোচিত প্রিয়ঙ্কা

আরও পড়ুন: হাতে কাজ নেই, চিত্র পরিচালক এখন রক্ষী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement