Krishnokoli

নেশায় বেসামাল কৃষ্ণা! নিখিলের কাছে ফিরছে ‘কৃষ্ণকলি’?

স্মৃতিভ্রষ্ট শ্যামা নিজের বাড়িতে ফিরলেও চিনতে পারে না কাউকেই। বড় ঘোমটায় মুখ ঢাকা থাকায় তাকেও চিনতে পারেনি কেউ। কিন্তু তার আচরণবারেবারে মনে করিয়ে দিয়েছে হারিয়ে যাওয়া শ্যামার কথা!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ ১১:৪৯
Share:

নিখিল আর শ্যামা।

৮০০ পর্বের পরেও জি বাংলার ‘কৃষ্ণকলি’ বলছে, এই তো সবে শুরু! চমক আরও বাকি।

Advertisement

সেই মতো, ১৮ বছরের ব্যবধানে বয়স বেড়েছে নিখিল-শ্যামার। এক মেয়েও হয়েছে তাদের, কৃষ্ণা। মেয়েও মায়ের মতোই খুব ভাল গান গায়। ঘটনাচক্রে স্মৃতি হারিয়ে শ্যামা বারাণসীতে। সেখান থেকে মেয়েকে নিয়ে কলকাতায় আসতে গিয়ে বিক্রি হয়ে যাচ্ছিল যৌনপল্লিতে।

কৃষ্ণা-শ্যামাকে উদ্ধার করে নিখিল। ততদিনে নিখিলের জীবনে এসেছে অন্য নারী। সে আরও এক মেয়ের বাবা!

Advertisement

স্মৃতিভ্রষ্ট শ্যামা নিজের বাড়িতে ফিরলেও চিনতে পারে না কাউকেই। বড় ঘোমটায় মুখ ঢাকা থাকায় তাকেও চিনতে পারেনি কেউ। কিন্তু তার আচরণ, তার রান্নার ধরন, কথা বলার ভঙ্গি, খোলা গলায় গান বারেবারে মনে করিয়ে দিয়েছে হারিয়ে যাওয়া শ্যামার কথা!

আরও পড়ুন : বিজেপি-র বানান ‘ক্লাস’ নিলেন অভিনেতা সোহম চক্রবর্তী

View this post on Instagram

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

বাকি জীবন কি এ ভাবেই ঘোমটার আড়ালে কাটিয়ে দেবে সে?

সেটা যে হওয়ার নয়, একটু একটু করে বুঝিয়ে দিয়েছে চিত্রনাট্য। নিখিল শ্যামাকে নিয়ে গিয়েছে মনোবিদের কাছে। হারানো স্মৃতি ফেরাতে। কৃষ্ণাকে নিয়ে গিয়েছে গানের প্রতিযোগিতায়। যদিও নিখিল তখনও জানে না, কৃষ্ণা তারই মেয়ে।

এই দিয়ে যদি বছর শেষ হয় নতুন বছরের শুরুতে দর্শকদের জন্য মিষ্টি উপহার, নিখিল-শ্যামার মিলন। আগাম শেয়ার করা ভিডিয়ো দেখিয়েছে, অজান্তে সফট ড্রিংকে মাদক মিশিয়ে দিয়েছে সৎ বোন। ফলে, বর্ষবরণের পার্টিতে নেশায় বেসামাল কৃষ্ণা। এর পরেই তার গানের কথা ঘোষণা করে কৃষ্ণার ‘বাবুজি’ নিখিল। মেয়ের সম্মান বাঁচাতে তখনই গেয়ে ওঠে শ্যামা। খসে পড়ে ঘোমটাও।

নিখিলের চোখকে আর কী করে ফাঁকি দেবে তার ‘কৃষ্ণকলি’?

আরও পড়ুন : প্রথম হওয়ার বিড়ম্বনা!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement