টক্করে মীর বনাম যিশু, মীরাক্কেল- কে চ্যালেঞ্জ জানিয়ে নতুন কমেডি শো স্টার জলসার?

তাহলে কি শেষ টক্কর সঞ্চালক মীর বনাম যিশু?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২০ ১৫:০১
Share:

বিচারকের আসনে: বাঁ দিক থেকে অঙ্কুশ, অপরাজিতা এবং রজতাভ।

মহালয়ার আগেই জোর ধামাকা। সোশ্যাল মিডিয়া বলছে, ফের টক্কর জি বাংলা এবংস্টার জলসার। ‘মীরাক্কেল’-কে চ্যালেঞ্জ ছুঁড়ে খুব শিগগিরি আসছে নতুন কমেডি শো ‘হাসিওয়ালা অ্যান্ড কোম্পানি’। বিচারকের আসনে দেখা যাবে অপরাজিতা আঢ্য, অঙ্কুশ হাজরা, রজতাভ দত্তকে, যিনি ‘মীরাক্কেল’-এ বিচারকের আসনে জ্বলজ্বল করেছেন একদম শুরু থেকে। অর্থাৎ, শ্রীলেখা মিত্রের পরে রজতাভও বাদ পড়েছেন ‘আক্কেল চ্যালেঞ্জার’ থেকে!

Advertisement

দুই চ্যানেলের ঠান্ডা লড়াই অনেক দিনের। ‘কাদম্বিনী’ বনাম ‘প্রথমা কাদম্বিনী’, ‘জি সারেগামাপা’থেকে দলছুট হয়ে ‘সুপার সিঙ্গার’-এর সঞ্চালনায় যিশু সেনগুপ্তর আবির্ভাব, লড়াই জিইয়ে রাখছিল। টেলিপাড়ার জল্পনা, সেই আগুনেই ইন্ধন নতুন কমেডি শো।

ইতিমধ্যেই স্টারের সোশ্যাল মিডিয়ায় রমরমিয়ে চলছে শো-এর প্রোমো। সেট তৈরির তদারকি করতে করতেই ‘হীরক রাজার দেশে’র স্টাইলে কবিতার ছন্দে অঙ্কুশকে রজতাভ জানাচ্ছেন, ‘‘টুকে জোক বলার দিনআর নাই! এবার কমেডির নতুন মানে চাই...।’’ এই সংলাপ কি সামান্য হলেও খোঁচা দিচ্ছে আর এক কমেডি শো-কে? যার মূল আকর্ষণ রকমারি জোকস? যদিও ফোনে ধরতেই রজতাভ জানিয়েছেন, আপাতত প্রোমোই সব বলবে। চ্যানেল কর্তৃপক্ষের অনুমতি নেই মুখ খোলার।

Advertisement

ইতিমধ্যেই স্টারের সোশ্যাল মিডিয়ায় রমরমিয়ে চলছে শো-এর প্রোমো

বদলে অনেকটাই মুখ খুলেছেন অঙ্কুশ, ‘‘উইকএন্ডের হ্যাপি এন্ডিং চাইলে মন খুলে হাসি ছাড়া গতি নেই। সেই উপকরণই নিয়ে আসছে ‘হাসিওয়ালা অ্যান্ড কমেডি’।

‘মীরাক্কেল’-এর থেকে কোথায় আলাদা এই শো? জবাব এল, পুরোটাই। থিম বেসড কমেডি শো-এ তিন বিচারক ছাড়াও থাকবেন অতিথি বিচারক। নতুন ছবির প্রচারের সুযোগ থাকবে। সব থেকে ইউনিক, থিম বেসড হওয়ায় প্রতি সপ্তাহের শেষে নতুন নতুন হাসির উপকরণ পাবেন দর্শক। থাকবে নাচ, গান, খাওয়াদাওয়া।

থাকছে অঙ্কুশের নাচ। কমেডি শো-এর বিচারক হয়ে কেমন লাগছে? অঙ্কুশের দাবি, বিনোদনের প্রধান দুই স্তম্ভ নাচ আর কমেডি। এই দুই জঁর তাই তাঁরও প্রিয়। প্রথমটির বিচারক ইতিমধ্যেই হয়েছেন। কমেডি শো-এর বিচারক হয়ে বৃত্ত সম্পূর্ণ হল।

থাকছে অঙ্কুশের নাচ

শো-এ সম্ভবত দেখা যাবে জনপ্রিয় অভিনেতা অম্বরীশ ভট্টাচার্যকেও। কিন্তু অ্যাঙ্কর কে হবেন? তিন বিচারকের এই জিজ্ঞাসা ইশারা করছে যিশু সেনগুপ্তের দিকে। কেন?

‘সুপার সিঙ্গার’ শেষের পথে। এদিকে শুক্রবার রাতেই কাজ চেয়ে ‘কী করতে পারে যিশু’ বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেতা।

তাহলে কি শেষ টক্কর সঞ্চালক মীর বনাম যিশু?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement