Taapsee Pannu

মিতালি রূপে

তাপসীর লুক প্রকাশ্যে এল সম্প্রতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২০ ০০:০৩
Share:

তাপসীর লুক

মিতালি রাজ হয়ে পর্দায় ধরা দেবেন তাপসী পান্নু। জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালির বায়োপিক ‘সাবাশ মিঠু’-তে তাপসীর লুক প্রকাশ্যে এল সম্প্রতি। পরনে ভারতীয় ক্রিকেটদলের জার্সি, হাতে ব্যাট, মাথায় টুপি পরে তাপসী সেই লুকে আত্মবিশ্বাসী। রাহুল ঢোলাকিয়া পরিচালিত এই বায়োপিক মুক্তি পাওয়ার কথা আগামী বছরের প্রথম দিকে। ছবির জন্য খোদ মিতালির কাছ থেকেই ট্রেনিং নিয়েছেন তাপসী। ‘‘প্রিয় ক্রিকেটার কে, তার জবাবে কেউ মহিলা ক্রিকেটারদের কথা মাথাতেও আনেন না। মিতালির মতো স্কিপাররাই আসল গেমচেঞ্জার,’’ বলেছেন নায়িকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement