Celebrities

Saurabh Chaudhary: সৌরভে মেতে প্যারিস থেকে মিলান! আন্তর্জাতিক মঞ্চে দিল্লির মডেলের দামাল দৌড়

নয়াদিল্লির বাসিন্দা গায়ে চড়িয়েছেন দোলচে অ্যান্ড গাবানা বা জর্জিও আরমানির মতো নামজাদা ব্র্যান্ডের পোশাক। এমন আপাত অসাধ্যসাধন করলেন কী ভাবে?

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১০ মে ২০২২ ১৯:৩১
Share:

সৌরভ চৌধরি। ফাইল চিত্র।

বাড়ির ছেলেরা হয় চাষবাস করবে, নয়তো ভারতীয় সেনাবাহিনীতে যাবে। এমনই চল ছিল তাঁর পরিবারে। তবে তেমন কোনও পথেই হাঁটেননি সৌরভ চৌধরি। বরং তিনি হাঁটাহাঁটি করেছেন প্যারিস এবং মিলানের ফ্যাশন র‌্যাম্পে। রাজধানীর এই ছেলেতেই আপাতত মেতে আন্তর্জাতিক ফ্যাশন-পণ্ডিতেরা।

নয়াদিল্লির বাসিন্দা গায়ে চড়িয়েছেন দোলচে অ্যান্ড গাবানা বা জর্জিও আরমানির মতো নামজাদা ব্র্যান্ডের পোশাক। এমন আপাত অসাধ্যসাধন করলেন কী ভাবে? ২৪ বছরের সৌরভ শুরুর কথা শুনিয়েছেন। তিনি বলেন, ‘‘ব্র্যান্ডের পোশাক বা দামি ঘড়ি পরার বেজায় শখ ছিল। মডেলিং করলে সে সবই পেশার সঙ্গে পেতাম।’’

Advertisement

হরিয়ানার রোহতকে অভিনয় নিয়ে পড়াশোনার সময়ই মডেলিংয়ের সঙ্গে পরিচয় হয়েছিল সৌরভের। এর পর ২০১৭ সাল থেকে পাকাপাকি ভাবে মডেলিং করতে শুরু করেন। লন্ডনের একটি এজেন্সির মাধ্যমে চলতি বছরের গোড়ায় আন্তর্জাতিক স্তরে মুখ দেখানোর সুযোগ এসে যায়। সৌরভ বলেন, ‘‘প্যারিস বা মিলান ফ্যাশন উইকের বাছাই পর্বটা বেশ কঠিন ছিল। শ’য়ে শ’য়ে মডেল অডিশন দিতে এসেছিলেন। তবে বোধ হয় কপালজোরে আমি ডাক পেয়ে যাই।’’

সৌরভের ভাগ্য যে সুপ্রসন্ন, তা বোঝা গিয়েছিল আরও এক বার। শোয়ের জন্য তাঁর পোশাকের মাপ নিতে এসেছিলেন খোদ জর্জিও আরমানি। দিল্লির যুবককে ‘ইন্ডিয়ানো’ বলে সম্বোধন করেন ওই কিংবদন্তি ডিজাইনার। সৌরভ বলেন, ‘‘আমার দিকে আঙুল উঁচিয়ে তিনি (আরমানি) বলেছিলেন, ‘দেখো ইন্ডিয়ানো, এই পোশাকটি যেন তোমার জন্যই তৈরি করা হয়েছে।’ কী যে গর্ব হয়েছিল! মনে হয়েছিল, শেষমেশ গোটা দুনিয়ার কাছে আমরাও স্বীকৃত হচ্ছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement