Deepika Padukone

Anupam-Deepika: প্রাক্তন ছাত্রী দীপিকার সঙ্গে দুবাই বিমানবন্দরে হঠাৎ দেখা অনুপমের, তার পর?

তিন মাসের জন্য ‘অ্যাক্টর প্রিপেয়ার্স’-এ ভর্তি হয়েছিলেন দীপিকা। সেখানে অভিনয় শিখেছিলেন তিনি। তার পরে শাহরুখ খানের বিপরীতে প্রথম ছবি ‘ওম শান্তি ওম’-এ কাজ করেছিলেন প্রকাশ-কন্যা। তার পরে ২০১১ সালে ‘দেশি বয়েজ’ ছবিতে অনুপমের মেয়ে হিসেবে অভিনয় করতে দেখা গিয়েছিল রণবীর-পত্নীকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ মে ২০২২ ১৭:০৪
Share:

দীপিকা-অনুপম

দুবাই বিমানবন্দরে মুখোমুখি অনুপম খের এবং দীপিকা পাড়ুকোন। হঠাৎ দেখা বলিউডের দুই তারকার। ঘটনাচক্রে এক জন শিক্ষক, অন্য জন ছাত্রী। রাজনৈতিক ভাবে একাধিক ঘটনায় একে অন্যের বিপক্ষে দাঁড়ালেও শিক্ষক-ছাত্রীর সাক্ষাতে সে প্রভাব পড়েনি। খুশি হয়েছেন দু’জনেই। ছবিও তুলেছেন হাসিমুখে। এমনকি অনুপম সে ছবি দিয়েছেন নেটমাধ্যমেও।

দীপিকার সঙ্গে নিজস্বী তুলে নেটমাধ্যমে পোস্ট করে লিখেছেন, ‘প্রতিভাবান দীপিকা পাড়ুকোনের সঙ্গে দেখা হল দুবাই বিমানবন্দরে। খুব ভাল লাগল। ‘অ্যাক্টর প্রিপেয়ার্স’-এর (অনুপম খের অভিনয় শিক্ষা দেওয়ার জন্য যে প্রতিষ্ঠান খুলেছেন, তার নাম) প্রাক্তন ছাত্রীর অভিনয় জীবনের এমন উন্নতি দেখে আমি দ্বিগুণ খুশি এবং গর্বিত। জয় হো!’

Advertisement

তিন মাসের জন্য ‘অ্যাক্টর প্রিপেয়ার্স’-এ ভর্তি হয়েছিলেন দীপিকা। সেখানে অভিনয় শিখেছিলেন তিনি। তার পরে শাহরুখ খানের বিপরীতে প্রথম ছবি ‘ওম শান্তি ওম’-এ কাজ করেছিলেন প্রকাশ-কন্যা। তার পরে ২০১১ সালে ‘দেশি বয়েজ’ ছবিতে অনুপমের মেয়ে হিসেবে অভিনয় করতে দেখা গিয়েছিল রণবীর-পত্নীকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement