Shah Rukh Khan

Shah Rukh Khan: অনেক কামিয়েছেন, এ বার বিশ্রাম করুন! রোষের মুখে শাহরুখের ‘পঠান’

শাহরুখ খানের ছবিও বয়কট করার ডাক দিচ্ছে এক দল। দেশ ছেড়ে যাওয়ার হুমকি বাদশাকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২২ ১৫:৩৮
Share:

এ বার সমালোচনার মুখে পড়লেন শাহরুখ।

শাহরুখ, সলমন, আমির— তিন খানকেই আর সহ্য করতে পারছে না দেশ? আমির খানের ‘লাল সিংহ চড্ডা’, অক্ষয়ের ‘রক্ষা বন্ধন’-এর পর ডোবার আশঙ্কা শাহরুখ খানের ‘পঠান’-এরও। ছবির মুক্তি পরের বছর। তার আগেই বয়কটের ডাক পঠানের ক্ষেত্রেও। শাহরুখের এক পুরনো বক্তব্যের জেরেই নাকি নতুন করে সমস্যার সূত্রপাত। সেই ভিডিয়ো সম্প্রতি সামনে এনেছেন এক দল নিন্দক।

Advertisement

কী বলেছিলেন শাহরুখ? শোনা যায়, দেশের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা নিয়ে মুখ খুলেছিলেন তিনি। ভিডিয়ো বন্দি এক সাক্ষাৎকারে হিন্দি ছবির মন্দা প্রসঙ্গে বাদশাকে বলতে শোনা যায়, ‘‘দেশে বেশিমাত্রায় অসহিষ্ণুতার ছবি ধরা পড়ছে। ক্রমশই এটা বাড়ছে।’’

সেই ভিডিয়ো নিমেষে ভাইরাল হতে সমালোচনার মুখে পড়লেন শাহরুখ। এক দল বললেন, ‘‘এতই যখন অসহিষ্ণুতা, শাহরুখ খান দেশ ছেড়ে চলে যাচ্ছেন না কেন?’’

Advertisement

আর এক দলের বক্তব্য, ‘‘খেলা শেষ। সলমন, শাহরুখ, আমির— তিন খানই যথেষ্ট কামিয়েছেন। এ বার বিশ্রাম করুন।’’

যদিও এ ধরনের নেতিবাচক মন্তব্যের তীব্র প্রতিবাদ করলেন শাহরুখের অনুরাগীরা। অহেতুক নেতিবাচক প্রতিক্রিয়া না জানানোর অনুরোধ রাখলেন তাঁরা। এক ভক্ত লিখলেন, ‘গোটা ভারত অপেক্ষা করছে ‘পঠান’-এর জন্য!’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement