Shah Rukh Khan

Shah Rukh Khan: শার্টবিহীন ছবির পর শাহরুখের হাতে লেখা চিঠি ভাইরাল! আবেগে আপ্লুত 'পাঠান' নির্মাতারা

অর্ধনগ্ন ছবির কিছুদিন পরই শাহরুখের হাতে লেখা একটি চিঠি ভাইরাল হল। কাকে সেই চিঠি লিখেছেন কিং খান?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২২ ১৬:১৬
Share:

শাহরুখ খান

দিন কয়েক আগেই নেট দুনিয়ায় উত্তাপ ছড়িয়েছিল শাহরুখ খানের একটি অর্ধনগ্ন ছবি। যা নিয়ে শুরুতে হইচই পড়ে গেলেও এখন আর কারও জানতে বাকি নেই সেই ছবি 'পাঠান'-এর। আগামী বছরই বলিউডে মুক্তি পেতে চলছে সিদ্ধার্থ আনন্দের সেই রহস্য রোমাঞ্চ যুদ্ধের সিনেমা। তবে শ্যুটিংয়ের মাঝখানে 'পাঠান' লুক ফাঁস হয়ে যাওয়ার পর পরই নিজেই একদিন শার্টলেস ছবিটি পোস্ট করেছিলেন কিং খান। তাতে উথালপাথাল হয়েছিল নেট দুনিয়া। ভক্তদের চোখে জল, মনে আগুন, ৫৬ বছর বয়সেও এই চেহারা! থাকে-থাকে পেশির কারুকার্য, যত্নে গড়া কিং খানের সেই অঙ্গ সৌষ্ঠব অনায়াসে গ্রীক ভাস্কর্যের সঙ্গে তুলনীয়।

সেই ছবির কিছুদিন পরই এ বার একটি চিঠি ভাইরাল হল। 'পাঠান' টিমের এক সদস্যের জন্যই নিজে হাতে সে চিঠি লিখেছেন শাহরুখ।

Advertisement

'পাঠান'-এর সহকারি পরিচালক অভিষেক তিওয়ারি এ দিন খানের হস্তাক্ষর ধন্য চিঠিটি শেয়ার করেছেন। যেখানে অভিষেককে উদ্দেশ্য করেই লেখা," 'পাঠান' এর মতো একটি ছবি বানানোর জন্য আপনাকে ধন্যবাদ।' শাহরুখ আরও লিখেছেন, এ ছবিতে কাজ করার অভিজ্ঞতা তাঁর কাছে অনন্য সাধারণ। অভিষেকের কর্মনিষ্ঠা, দক্ষতা এবং একই সঙ্গে মিশুকে হাসিখুশি স্বভাবের ভুয়সী প্রশংসা করে খান লিখছেন, "আপনি একজন রত্ন।" চিঠির শেষে ভালবাসা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে নিজের নাম সাক্ষর করেছেন শাহরুখ।

পরিচালক সিদ্ধার্থ তিওয়ারি, যিনি তাঁর পোস্টেও নোটটি শেয়ার করেছেন, ক্যাপশনে লিখেছেন "বাকরুদ্ধ"।

Advertisement

শাহরুখের হাতে লেখা চিঠি

অন্য দিকে ভক্তরাও আবেগপ্রবণ হয়ে পড়েছেন প্রিয় অভিনেতার এমন বার্তায়। প্রতীক্ষার প্রহর গুনছেন সকলে। পাঁচ বছর বিরতির পর শাহরুখ আবার রূপোলি পর্দায় ফিরবেন এ কি কম কথা! তাই 'পাঠান'-এর গুরুত্ব আলাদাই।

শাহরুখের শেষ ছবি, 'জিরো' মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। ২৫ জানুয়ারি, ২০২৩ আসছে 'পাঠান'! আর এসেই তা মাত করবে এমনটাই আশা।

ছবিতে তারকার ছড়াছড়ি। শাহরুখ, সলমন তো রয়েইছেন, তা ছাড়া দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানিয়েছেন, 'পাঠান' নিয়ে তাঁর অনেক আশা। বিশ্বের যে কোনও বড় মাপের ফিল্মের সঙ্গে তুলনা হোক এই ছবির এমন সাফল্যই চান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement