কঙ্গনা রানাউত ও সঞ্জয় দত্ত। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
‘দ্বিচারিতা’-র অভিযোগ উঠল কঙ্গনা রানাউতের বিরুদ্ধে। কেবল সাধারণ নেটাগরিকেরা নন, কঙ্গনার অনুগামীরাও মুখ ফেরালেন। নেটাগরিকদের দাবি, ‘বলিউডকে ‘বুলিউড’ বলে আক্রমণ করেন। এ দিকে বলিউডের প্রভাবশালী অভিনেতার সঙ্গে দেখা করেন। টুইটারে দু’জনের ছবিও পোস্ট করেন।’
কঙ্গনা অনুগামীরা লিখলেন, ‘এত দিন আপনি এই মানুষগুলোর বিরুদ্ধে আওয়াজ তুলেছেন বলে আপনাকে সম্মান করতাম। আজ আপনি সেটা হারালেন। আমাদেরকে হারালেন।’ কেউ আবার স্পষ্ট বললেন, ‘এটাকে দ্বিচারিতা বলে কঙ্গনা।’ এক জন টুইটার ব্যবহারকারীর মতে, আদৌ অভিনেতা সঞ্জয় দত্তের শরীর খারাপ ছিল না। তিনি ‘সড়ক ২’-এর প্রচারের জন্য ওই নাটকটি করেছিলেন কেবল। আর এক জন ‘বলিউড’-কে ‘বুলিউইড’ (বলিউডে ‘বুলি’ করার ও গাঁজা খাওয়ার একটা প্রবণতা আছে বলে অভিযোগ তুলেছিলেন কঙ্গনা ও আরও অনেকে।) বলে দাগিয়ে দিলেন। আর ‘বুলিউইড’-এ পরিণত করার জন্য সঞ্জয় দত্তও দায়ী। তাঁর সঙ্গে ছবি দেওয়াটা তাই অন্যায় বলে মনে করেন তিনি।
শুক্রবার টুইটারে সঞ্জয় দত্তের সঙ্গে একটি ছবি পোস্ট করেন কঙ্গনা। ক্যাপশনে লেখা, ‘যখন জানতে পারলাম যে সঞ্জয় স্যার আর আমি হায়দরাবাদের একই হোটেলে রয়েছি, ওঁর সঙ্গে দেখা করে এলাম আজ সকালে। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে দেখলাম, তাঁকে আগের থেকেও বেশি সুন্দর আর স্বাস্থ্যবান দেখাচ্ছে। আমরা আপনার দীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্য কামনা করি।’
আরও পড়ুন: অঙ্কিতা লোখান্ডের হাসি মুখ দেখে রাগ সুশান্তপ্রেমীদের
সেই পোস্টটিকে আবার শেয়ার করেছেন সঞ্জয় দত্ত। লিখেছেন, ‘দেখা হয়ে ভাল লাগল। আপনার ভালবাসা ও শুভকামনার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন কঙ্গনা।’
আরও পড়ুন: সম্পর্ক থাকা সত্বেও অন্য পুরুষের গালে চুমু, কী বলছেন শ্রুতি দাস?
সম্প্রতি সঞ্জয়ের দত্ত ক্যানসারের সঙ্গে লড়াই করে কাজে নেমেছেন। অগস্ট মাসে আচমকাই শ্বাসকষ্ট শুরু হওয়ায় লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। প্রথমে করোনা বলে ভুল করা হয়েছিল। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসার পরে অন্যান্য পরীক্ষা করে জানা যায়, তৃতীয় পর্যায় বা থার্ড স্টেজে পৌঁছে গিয়েছে ফুসফুসের ক্যানসার।