Ranbir Kapoor

Ranbir Kapoor: ক্যাটরিনা, আলিয়াকে অপদস্থ, দর্শকের রোষের মুখে রণবীর

আলিয়ার ওজন নিয়ে রসিকতা৷ রণবীরের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ অনুরাগীদের।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ১২:১৬
Share:

ক্যাটরিনা, আলিয়াকে নিয়ে মজা করে অনুরাগীদের রোষের মুখে রণবীর।

দর্শকের রোষের মুখে রণবীর কপূর। নায়কের অপরাধ, তিনি ক্যামেরার সামনে তাঁর সন্তানসম্ভবা স্ত্রীর বাড়তি ওজনের জন্য মজা করেছেন। আর নায়কের উক্তিতেই বেজায় চটেছেন তাঁর অনুরাগীরা।

Advertisement

এই কারণে যখন দর্শকের একের পর এক মন্তব্যে বিদ্ধ রণবীর, ঠিক তখনই প্রকাশ্যে এমন আরও ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে এমন বিভিন্ন কারণে তিনি সহ-অভিনেতা ক্যাটরিনা কইফ, অনুষ্কা শর্মাকে অপদস্থ করছেন মজার ছলে। আর এই সব ভিডিয়ো প্রকাশ পাওয়া মাত্রই খেপে গিয়েছে তাঁর অনুরাগীরা।

কেউ লিখেছেন, ‘লোকটির মুখ বন্ধ করে রাখা উচিত।’ অন্য জনের মন্তব্য, ‘আমরা এখনই রণবীরের সব কাজ দেখা বন্ধ করছি।’ এমনই সব নেতিবাচক মন্তব্যে ভরে উঠেছে টুইটার।

Advertisement

কয়েক মাস হল, প্রথম সন্তান আসার সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন রণবীর-আলিয়া৷ এর মধ্যেই চলছে নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’র প্রচার। সেই প্রচারের মাঝেই এই বিপত্তি। যদিও এ প্রসঙ্গে এখনও অবধি মুখ খোলেননি রণবীর, আলিয়ার কেউই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement