Nawazuddin Siddiqui

নওয়াজের বাড়িতে শোকের ছায়া, ২৬ বছরেই মারা গেলেন ছোট বোন

রবিবার সংবাদ সংস্থাকে নওয়াজ জানান,  ১৮ বছর বয়সে স্তনের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন সায়মা। এতদিন ধরে লড়াইটা চালিয়ে গেলেও অবশেষে হার মানতে হল তাঁকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৯ ১৪:১১
Share:

বোনের সঙ্গে নওয়াজ। ছবি-টুইটার থেকে নেওয়া।

শোকের ছায়া নেমে এল অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির বাড়িতে। হারালেন ছোট বোন সায়মা তামসি সিদ্দিকিকে। শনিবার পুণার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সায়মা। বয়স হয়েছিল মাত্র ২৬।

Advertisement

রবিবার সংবাদ সংস্থাকে নওয়াজ জানান, ১৮ বছর বয়সে স্তনের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন সায়মা। এতদিন ধরে লড়াইটা চালিয়ে গেলেও অবশেষে হার মানতে হল তাঁকে।

অভিনেতা আরও জানান, সায়মার মৃত্যুর খবরটা যখন তাঁর কাছে আসে তখন তিনি দেশে ছিলেন না। পরবর্তী ছবির শুটিং-এর জন্য গিয়েছিলেন আমেরিকায়। তাঁদের পৈতৃক ভিটেতেই বোনের শেষ কাজ হবে বলে জানান অভিনেতা।

Advertisement

আরও পড়ুন-উচ্চতা, মুখশ্রী নিয়ে ‘ঠাট্টা-তামাশা’, নেহার কাছে ক্ষমা চাইলেন কমেডিয়ান গৌরব

আরও পড়ুন-মধুচন্দ্রিমায় কোথায় পাড়ি দিলেন সৃজিত-মিথিলা?

গত বছর অক্টোবরে বোনের ২৫ বছর পূর্তিতে টুইটারে একটি আবেগঘন পোস্ট দিয়েছিলেন নওয়াজ। তিনি লিখেছিলেন, “মাত্র ১৮ বছর বয়সেই আমার বোন ক্যানসারের অ্যাডভান্সড স্টেজে। আজ পঁচিশ বছর পূর্ণ করল ও। নিজের ইচ্ছা শক্তির জোরেই সমস্ত বাধাকে জয় করতে পেরেছে আমার বোন।”

নওয়াজের সেই টুইট

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement