Bollywood

প্রশ্ন তুললেন নওয়াজ়

নিউ ইয়র্কের রাস্তায় লোকজন আমাকে ওই সিরিজ়ের অভিনেতা হিসেবে চিনতে পারেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ মে ২০২০ ০০:৫৫
Share:

নওয়াজ়

অনলাইন প্ল্যাটফর্মে ভারতীয় কনটেন্টের মান নিয়ে অনেক দিন ধরেই প্রশ্ন উঠছে। বিদেশি সিরিজ় বা সিনেমাকে কি ভারতীয় কনটেন্ট প্রতিযোগিতা দিতে পারছে? এ বার সেই প্রশ্নই তুললেন নওয়াজ়উদ্দিন সিদ্দিকি। তাঁর কথায়, ‘‘এখানে ওটিটি প্ল্যাটফর্মের চাহিদা বেড়েছে। কিন্তু বিষয়গুলো দেখলে আমার বিলো অ্যাভারেজ ছাড়া কিছু মনে হয় না। এটা দুর্ভাগ্যজনক।’’

Advertisement

যে দু’-একটি ভারতীয় কনটেন্ট নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা হয়েছে, তার মধ্যে ‘সেক্রেড গেমস’ অন্যতম। ‘‘একমাত্র ‘সেক্রেড গেমস’ আমাদের খানিক মুখরক্ষা করেছে। নিউ ইয়র্কের রাস্তায় লোকজন আমাকে ওই সিরিজ়ের অভিনেতা হিসেবে চিনতে পারেন। এ ক্ষেত্রে অনুরাগ কাশ্যপের একটা বড় ভূমিকা রয়েছে। অনুরাগই পরিচালকদের বারবার বলে, কাহিনির সঙ্গে যেন শিকড়ের যোগ থাকে। সে কারণে মেরঠ বা কানপুরের গল্পও আন্তর্জাতিক মহলে জায়গা করে নেয়।’’

সম্প্রতি অভিনেতার ছবি ‘ঘুমকেতু’ ওটিটি রিলিজ় হয়েছে। ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। কিন্তু ওটিটি রিলিজ় নিয়ে চলতে থাকা বিতর্ক প্রসঙ্গে কী বলছেন নওয়াজ়? ‘‘ছবিতে আমার চরিত্রটা কেমন, বিষয়টা ইন্টারেস্টিং কি না, এগুলো নিয়ে মাথা ঘামাই। কোন মাধ্যমে ছবিটা দেখানো হল, তাতে কিছু এসে যায় না। দর্শকের কাছে পৌঁছনোই আসল কথা,’’ মন্তব্য নওয়াজ়ের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement