নতুন ওয়েব সিরিজ নিয়ে কী বললেন নাসিরুদ্দিন শাহ?

সিরিজটির প্রযোজনা করেছেন অমৃতপাল সিংহ। পরিচালনায় আনন্দ তিওয়ারি। সিরিজ়ে সঙ্গীতের দায়িত্বে রয়েছেন শঙ্কর-এহসান-লয়। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২০ ২২:০৭
Share:

নাসিরুদ্দিন শাহ।

এই প্রথম বার মিউজিকাল ওয়েব সিরিজ আসছে অ্যামাজন প্রাইমে। নাম ‘বন্দিশ ব্যান্ডিটস’। আর এই সিরিজেই এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নাসিরুদ্দিন শাহ। দুই নতুন মুখ ঋত্বিক ভৌমিক এবং শ্রেয়া চৌধুরীকেও দেখা যাবে এই সিরিজে। নতুন সিরিজ নিয়ে কী বললেন নাসিরুদ্দিন? কেনই বা এই নতুন ওয়েব সিরিজে কাজ করতে রাজি হলেন তিনি?

Advertisement

তাঁর কথায়, "সাধারণত সিনেমায় প্রবীণদের চরিত্রটি নয় খুব ধূর্ত অথবা বেজায় ভদ্র দেখান হয়। তবে এই চরিত্রটি অন্যরকম। চরিত্রটির আলাদা গুরুত্ব রয়েছে। এমনকি তাঁর চরিত্রকে কেন্দ্র করেই আবর্তিত হয় বাকি চরিত্রগুলি।" তাঁর চরিত্রের নাম রাধেমোহন রাঠৌর। রাঠৌর ঘরানার প্রাণপুরুষ তিনি। তাঁর নাতি প্রেমে পড়ে এক আধুনিকার। যে ভালবাসে পপ, রক। এর পর কী হয় তা দেখতে আগামী ৪ অগস্ট থেকে চোখ রাখতে হবে অ্যামাজন প্রাইমে।

সিরিজটির প্রযোজনা করেছেন অমৃতপাল সিংহ। পরিচালনায় আনন্দ তিওয়ারি। সিরিজ়ে সঙ্গীতের দায়িত্বে রয়েছেন শঙ্কর-এহসান-লয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement