ভারতীয় চলচ্চিত্রে নাসিরউদ্দিন শাহ প্রথম সারির নাম। জাতীয় পুরস্কার, পদ্মশ্রী, পদ্মভূষণ ছাড়া এখনও পর্যন্ত বিভিন্ন পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। হিন্দির পাশাপাশি অন্য ভাষার ছবিতেও চুটিয়ে অভিনয় করেছেন নাসির। সিন্ধ্রি ও পঞ্জাবি তিনি ভালই বলতে পারেন। কিন্তু ইদানিং মরাঠি ভাষা তাঁর খানিক খটমট লাগছে। তাই স্ত্রী রত্না পাঠকের কাছে এখন এই ভাষার তালিম নিচ্ছেন নাসির সাহেব। ভাষাটি সম্পূর্ণ রপ্ত করতে পারলে তবেই এই ভাষায় আস্ত একটি ছবি করবেন বলে জানিয়েছেন তিনি। ২০১১-এ উমেশ কুলকার্নি পরিচালিত মরাঠি ছবি ‘দেওল’-এ খুব অল্প সময়ের জন্য স্ক্রিনে এসেছিলেন এই ‘লিভিং লেজেন্ড’। প্রসঙ্গত, নাসিরের আত্মজীবনী ‘দেন ওয়ান ডে’ মরাঠিতে অনুবাদ করেছেন পদ্মভূষণ প্রাপ্ত পরিচালক তথা চিত্রনাট্যকার সই পরাঞ্জপে।