Koushani Mukherjee

Koushani Mukherjee: আমার অভিনীত চরিত্র দেখাবে ‘সুপারম্যান’-এ আমিই ‘সুপার উওম্যান’, দাবি কৌশানীর

কৌশানীর জবাব, ‘‘চিত্রনাট্য পড়ে চরিত্র যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। তাই রাজি হয়েছি। কারও ছেড়ে যাওয়া জুতোয় পা গলাব বলে নয়।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৩১
Share:

নতুন ছবি নিয়ে কথা বললেন কৌশানী।

বনি সেনগুপ্তের সঙ্গে নতুন গাড়ি কিনেছেন। নতুন ছবি ‘সুপারম্যান’ দিয়ে অনেক দিন পরে বড় পর্দায় ফিরছেনও। তার মধ্যেই টলিপাড়ায় বিভ্রান্তি, দর্শনা বণিকের ছেড়ে যাওয়া চরিত্রে অভিনয় করতে কেন রাজি হলেন কৌশানী মুখোপাধ্যায়? রবিবার আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল নায়িকার সঙ্গে। তখনই তাঁর সপাট জবাব, ‘‘জানি, বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। আমি কিন্তু ও ভাবে দেখিনি। চিত্রনাট্য পড়ে ‘সুপারম্যান’ ছবির সাংবাদিকের চরিত্র যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। তাই রাজি হয়েছি। কারও ছেড়ে যাওয়া জুতোয় পা গলাব বলে নয়।’’ অভিনেত্রীর দাবি, ছবি মুক্তির পরে সবাই বুঝবেন, ‘সুপারম্যান’ ছবিতে সুপার উওম্যানও রয়েছেন। সেটাই এই চরিত্র। যা আমি করছি।’’

কৌশানীর সটান বক্তব্য, ‘‘জানি না, কেন বিষয়টি নিয়ে এত আলোচনা হচ্ছে। পত্র-পত্রিকায় ছাপা হয়নি বলে অনেকেই জানেন না, এমন অনেক চরিত্র আমায় ভেবে লেখা হয়েছিল। পরে সেই চরিত্রে অন্য অভিনেত্রীর হাতে চলে গিয়েছে। এটাই টলিউডের চেনা ছবি। খুবই ছোট ইন্ডাস্ট্রি। তাই সামান্য বিষয় নিয়ে জলঘোলা হলে আখেরে আমাদেরই ক্ষতি।’’ শনিবার দর্শনা আনন্দবাজার অনলাইকে বলেছেন, প্রথমে তাঁকে অন্য কথা বলা হয়েছিল। পরে চিত্রনাট্যে চরিত্রের গুরুত্ব কমিয়ে দেওয়া হয়। সে জন্যই নাকি তিনি প্রথমে ‘হ্যাঁ’ বলেও পরে সরে আসতে বাধ্য হন। সাংবাদিক চরিত্রে অভিনয় তাঁর অনেক দিনের স্বপ্ন।

Advertisement

কৌশানীর যুক্তি, ‘‘সেটা হয়তো দর্শনার ভাবনা। আমার চোখে একটুও কম গুরুত্বপূর্ণ মনে হয়নি চরিত্রটি।’’ একইসঙ্গে তিনি জানিয়েছেন, অনেকগুলো বছর বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছেন। সময়ের সঙ্গে বাংলা ছবির দুনিয়া বদলেছে। এখন বিষয়-নির্ভর ছবির বাজার। সেই অনুযায়ী নিজেকে বদলাচ্ছেন কৌশানীও। তিনিও এই ধরনের ছবি খুঁজছেন। তাঁর পছন্দ এমন ছবি, যাতে মাত্র আধঘণ্টা অভিনয় করেও তিনি ছাপ রাখতে পারবেন দর্শকমনে। নায়িকার মতে, তাঁর আগামী ছবিটি সেই ধারার। তাই এত দিন পরে রাজি হওয়ার এটিও একটি কারণ।

ছবি, চরিত্র, অভিনয়ের পাশাপাশি বিপরীতে থাকা অভিনেতাতেও কি বদল আনতে চান নায়িকা?
অভিনেত্রীর এ বারেও সাফ কথা, ‘‘জিৎ, দেব, বনি, অঙ্কুশ-সহ বাণিজ্যিক ধারার সমস্ত অভিনেতার বিপরীতে কাজ করে ফেলেছি। কিন্তু এখনও শাশ্বত চট্টোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়দের বিপরীতে কাজ করা হয়নি। খুব ইচ্ছে ওঁদের বিপরীতে অভিনয় করার। তাই নিজেকে ভাঙছি। সেই কারণেই গল্প, চিত্রনাট্য, নিজের চরিত্র নিয়ে এত বাছবিচার করছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement