Elton John health update

‘আমি দৃষ্টিশক্তি হারিয়েছি’, বললেন সঙ্গীতশিল্পী এলটন জন, চিন্তায় অনুরাগীরা, কেমন আছেন তিনি?

সেপ্টেম্বর মাসে এলটন জানান, তাঁর চোখে একটি সংক্রমণ হয়েছে, যার ফলে তাঁর দৃষ্টিশক্তি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। দৃষ্টিশক্তি ফিরে আসতে সময় লাগবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ ১৮:৪০
Share:

সঙ্গীতশিল্পী এলটন জন। ছবি: সংগৃহীত।

দৃষ্টিশক্তি হারিয়েছেন গ্র্যামি ও অস্কারজয়ী ব্রিটিশ সঙ্গীতশিল্পী এলটন জন! খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছেন ৭৭ বছর বয়সি গায়কের অগণিত অনুরাগী। সম্প্রতি, একটি অনুষ্ঠানে এসে নিজের মুখেই এ কথা স্বীকার করেছেন ‘ক্যান্ডল ইন দ্য উইন্ড’, ‘ক্রোকোডাইল রক’, ‘গুডবাই ইয়েলো ব্রিক রোড’-খ্যাত সঙ্গীতশিল্পী।

Advertisement

রবিবার লন্ডনে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাদা’ শীর্ষক মিউজ়িক্যালের প্রথম শো দেখতে উপস্থিত হন এলটন। কিন্তু তিনি দর্শকদের উদ্দেশে বলেন, ‘‘এর আগে অনেকগুলো প্রিভিউয়ে আমি উপস্থিত থাকতে পারিনি। কারণ, আপনারা অনেকেই হয়তো জানেন আমি দৃষ্টিশক্তি হারিয়েছি। তাই শোটা দেখা আমার পক্ষে কষ্টকর। কিন্তু শুনে খুব ভাল লেগেছে।’’

চলতি বছরের সেপ্টেম্বর মাসে এলটন জানান তাঁর চোখে একটি সংক্রমণ হয়েছে, যার ফলে তাঁর দৃষ্টিশক্তি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এক চোখে তিনি দেখতে পারছেন। ইনস্টাগ্রামে একটি পোস্ট করে এলটন লেখেন, ‘‘আমি দ্রুত সেরে উঠছি। কিন্তু খুবই আরোগ্যের প্রক্রিয়া খুবই ধীর গতির এবং ক্ষতিগ্রস্ত চোখে দৃষ্টিশক্তি ফিরে আসতে অনেকটাই সময় লাগবে।’’ তার পরেই অনুরাগীরা শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করেন। কিন্তু রবিবার এলটনের বক্তব্য ঘিরে হতাশা জমেছে অনুরাগীদের একাংশের মনে। ‘দৃষ্টিশক্তি হারিয়েছি’ বলতে শিল্পীর চোখের স্বাস্থ্য নিয়েও জল্পনা শুরু হয়েছে। সমাজমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, সংক্রমণের কারণে এলটন কি তা হলে সম্পূর্ণ দৃষ্টিহীন হয়ে পড়লেন! আগামী দিনে তাঁর দৃষ্টিশক্তি ফিরে আসতে পারে কি না, সে বিষয়ে শিল্পী এখনও কোনও তথ্য প্রকাশ করেননি।

Advertisement

২০০৬ সালে মুক্তি পায় মেরিল স্ট্রিপ অভিনীত ছবি ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাদা’। লন্ডনের ডোমিনিয়ন থিয়েটার প্রযোজিত মিউজ়িক্যালে মেরিল অভিনীত চরিত্রটিতে অভিনয় করছেন ভেনেসা উইলিয়ামস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement