বাবার সঙ্গে প্রীতম। ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
মারা গেলেন বিখ্যাত সুরকার প্রীতম চক্রবর্তীর বাবা প্রবোধ চক্রবর্তী। কয়েক বছর ধরেই পারকিনসন ও অ্যালঝাইমার রোগে ভুগছিলেন তিনি। রবিবার ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
প্রীতমের বাবা গত তিন মাস ধরেই ভর্তি ছিলেন হাসপাতালে। সে সময় প্রীতমের মা ও বোনও ছিলেন হাসপাতালে। রবিবারই বাবার শেষকৃত্য সম্পন্ন করেন প্রীতম। মুম্বই শহরতলির আম্বলিতে শেষকৃত্য সম্পন্ন হয় প্রবোধের।
সুরকারের বাবার মৃত্যু নিয়ে প্রীতমের এক নিকট আত্মীয় সর্বভারতীয় সংবাদ সংস্থাকে বলেছেন, ‘‘তিন মাস ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই রবিবার মারা যান। সে সময় প্রীতম, তাঁর মা ও বোন হাসপাতালেই ছিলেন। পারকিনসন ও অ্যালঝাইমার নিয়ে গত দু’বছর ধরেই ভুগছিলেন তিনি। সেই লড়াই এ দিন শেষ হল।’’
আরও পড়ুন: ছবি নয়, ইদে ভক্তদের গান উপহার দিলেন সলমন
রবিবার মৃত্যু হলেও এই মৃত্যুর খবর সামনে এসেছে বুধবার। এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে? তা অবশ্য জানা যায়নি। কয়েক বছর আগে বাবার ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে শেয়ার করেছিলেন প্রীতম। দেখুন সেই ছবি—
A post shared by Pritam (@ipritamofficial) on
আরও পড়ুন: ‘পাতাল লোক’-এর এই অভিনেতাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানা আছে?
Generations......hope I can pass on the same values from my father to my son... Happy Father's Day
A post shared by Pritam (@ipritamofficial) on