Arifin Shuvoo On Srk

‘মুজিব’-এর প্রচারে মুম্বইয়ে আরিফিন, শহরে পা রেখেই শাহরুখ খানকে কেন দুষলেন ?

সম্প্রতি নিজের ছবির প্রচারে মুম্বই গিয়েছেন বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ। সেখানে পা রেখেই শাহরুখ খানকে দোষারোপ করতে শুরু করেন অভিনেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ ১৮:২০
Share:

(বাঁ দিকে) আরিফিন শুভ (ডান দিকে) শাহরুখ খান। ছবি: সংগৃহীত।

চলতি মাসেই বাংলাদেশে মুক্তি পেয়েছে শ্যাম বেনেগাল পরিচালিত ছবি ‘মুজিব: একটি জাতির রূপকার’। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। গত বৃহস্পতিবার কলকাতায় ছিল এই ছবির প্রিমিয়ার। তবে শুধু কলকাতা নয়, ভারতের অন্যান্য শহরেও মুক্তি পেয়েছে এই ছবি। সম্প্রতি নিজের ছবির প্রচারে মুম্বই গিয়েছেন আরিফিন, সেখানে পা রেখেই শাহরুখ খানকে কী কারণে দোষারোপ করলেন অভিনেতা?

Advertisement

মুম্বইতে বহু বছর ধরেই আরিফিনের যাতায়াত। বাংলাদেশি অভিনেতা হয়েও হিন্দিতে ভীষণ ভাবে সাবলীল তিনি। নাগাড়ে হিন্দিতে কথা বলতে পারেন তিনি। আরিফিন বলেন “মুম্বই এখন আমার দ্বিতীয় বাড়ির মতো। লোকেরা আমার নাম অরবিন্দ দিয়েছে এখানে। ভালবেসে আমাকে অরবিন্দ বলে এবং আমি বলি, হ্যাঁ হ্যাঁ। আমি তাতে সম্মতি দিই। মুজিব টিম এবং কলাকুশলীদের সঙ্গে চার বছর কাটানোর পর, আমি এখানে নিজের বাড়ির মতো অনুভব করছি।” তবে সাবলীল ভাবে হিন্দি কথা বলতে পারার পিছনে কার অবদান? অভিনেতাকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘‘দয়া করে মিস্টার শাহরুখ খান এবং সব বলিউড তারকাকে দোষ দিন।’’

যদিও গোটাটাই রসিকতা করেই বলেছেন আরিফিন। অভিনেতা নিজেই স্বীকার করেন বাংলাদেশে হিন্দি সিনেমার ব্যাপক প্রভাব। তাঁর কথায়, “আমি অনেক সিনেমা দেখি। আমার বাবা ইউসুফ সাহেবের (দিলীপ কুমার)অনুরাগী। আমরা রেডিয়োতে বলিউডের পুরনো গান শুনতাম, তার সঙ্গে সাদা-কালো ছবি দেখতাম। আমি ‘শোলে’ থেকে ‘জওয়ান’, ‘পাতাল লোক’-সহ সব কিছুই দেখেছি। আজকাল প্রযুক্তির কারণে কোনও ফাঁক নেই, এটি একটি বৈশ্বিক গ্রাম এবং আমি নিজেকে ভারতের খুব কাছাকাছি অনুভব করি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement