Sohini Guha Roy

বিবাহবিচ্ছেদের গুঞ্জন ছিলই, এ বার স্বামীর সঙ্গে সোহিনীর ছবি দেখে ধেয়ে এল কটাক্ষ

তিন বছর আগে বিয়ে সেরেছেন সোহিনী গুহ রায়। তাঁর বিবাহিত জীবন নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। এ বার অভিনেত্রীর নতুন ছবি দেখে শুরু সমালোচনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ ১৬:৪০
Share:

সোহিনী গুহ রায়। —ফাইল চিত্র।

কয়েক মাস আগের কথা। আচমকাই তাঁদের বিবাহবিচ্ছেদের কথা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল সিরিয়াল পাড়ায়। ২০২১ সালে প্রেমিক কল্লোল চৌধুরীকে বিয়ে করেন অভিনেত্রী সোহিনী গুহ রায়। ‘রেশম ঝাঁপি’, ‘ময়ূরপঙ্খী’, ‘গঙ্গারাম’ সিরিয়ালের দৌলতে দর্শক মহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী। তার পর বিয়ের তিন বছর কাটতে না কাটতেই তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে শুরু হয়েছিল বিস্তর জলঘোলা। তবে তখন প্রকাশ্যে কিছু বলেননি অভিনেত্রী। আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন, সবটাই গুজব। পুজো কাটতেই না অন্য ছবি ধরা পড়ল সোহিনীর সমাজমাধ্যমের পাতায়।

Advertisement

সোহিনীর ফেসবুক পোস্ট। ছবি: ফেসবুক।

হাসিমুখে নিজস্বী তুলছেন অভিনেত্রী। পিছনে বসে রয়েছেন তাঁর স্বামী। পুজোর চার দিন অনেকটা ঝক্কিতেই কাটে সবার। চার দিন ঘোরাফেরা করে, খাওয়াদাওয়া করে ক্লান্ত হয়ে পড়েন। আবার দুর্গাপুজো কাটতে না কাটতেই কোজাগরী লক্ষ্মীপুজোর তোড়জোড় হয়ে যায়। ফলে পর পর বেশ পরিশ্রমই যায় সকলের। তাই ক্লান্ত হয়ে পড়েছিলেন অভিনেত্রী। ভালবেসে মাথায় তেল লাগিয়ে দিচ্ছিলেন সোহিনীর স্বামী। সেই ছবিই পোস্ট করেন সোহিনী। ব্যস, সেই ছবি দর্শকের চোখে পড়তেই নানা জনের নানা মন্তব্য।

কেউ মন্তব্য করেছেন, “কেন এমন পোশাক পরে ছবি পোস্ট করেছেন সোহিনী?” আবার কেউ মন্তব্য করেছেন, “নিজেদের ব্যক্তিগত মুহূর্ত কেউ পোস্ট করে?” কাউকে কোনও উত্তর দেননি অভিনেত্রী। সোহিনী এই মুহূর্তে সে ভাবে কোনও কাজ করছেন না। তাঁকে শেষ বার ‘গঙ্গারাম’ সিরিয়ালে মুখ্য চরিত্রে দেখেছিলেন দর্শক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement