দেবের জন্মদিনে শুভেচ্ছায় সৌমীতৃষা কুন্ডু, সৃজা দত্ত এবং ইধিকা পাল। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
বক্স অফিসে ‘খাদান’-ঝড় অব্যাহত। বড়দিনে মুক্তিপ্রাপ্ত চারটি ছবির মধ্যে দেব অভিনীত ছবিটি বক্স অফিসের দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে। এ দিকে বুধবার বড়দিনে দেবের জন্মদিন। ৪২তম জন্মদিনে অভিনেতার তিন সাম্প্রতিক নায়িকা দেবকে নিয়ে জানালেন তাঁদের মনের কথা।
২০২৩ সালে মুক্তি পায় দেব অভিনীত ছবি ‘বাঘাযতীন’। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় আত্মপ্রকাশ করেন অভিনেত্রী সৃজা দত্ত। বললেন, ‘‘আমাকে তো কেউই চিনত না। সেখান থেকে আমাকে তৈরি করা, গণমাধ্যমের সামনে দাঁড় করানো— সবটাই দাদার করে দেওয়া। তিনি আমার পরিবারের মতোই হয়ে গিয়েছেন।’’ সৃজা জানালেন, এখনও কোনও রকম সমস্যা হলে নির্দ্বিধায় তিনি দেবের শরণাপন্ন হন। অভিনেতাও অনুজকে সেই ভাবে পথ দেখান। সৃজার কথায়, ‘‘আমার জীবনে খুব বড় অনুপ্রেরণা দেবদা। ওর সঙ্গে আমার সম্পর্কটা খুব অন্য রকমের।’’
সৃজা জানালেন অভিনয় জীবনের শুরু থেকেই তিনি চেষ্টা করছেন একই ধরনের চরিত্র না-করতে। এই উপদেশ নাকি তিনি দেবের থেকেই পেয়েছেন। সেই মতো চলতি বছরে ‘টেক্কা’য় আরও এক বার দেবের সঙ্গে অভিনয়ের সুযোগ আসে তাঁর। বললেন, ‘‘এত কম সময়ে দু’টি ছবিতে কাজের সুযোগ পাওয়া আমার কাছে খুব বড় প্রাপ্তি।’’
সৃজার মতে, ‘খাদান’-এর সাফল্য দেবের প্রাপ্যই ছিল। কারণ একটা ছবির সঙ্গে শুরু থেকে দেব যে ভাবে জড়িয়ে থাকেন, তা না-দেখলে বিশ্বাস করা কঠিন। সৃজার কথায়, ‘‘বাংলা ছবির কথা ভেবে যে ভাবে মানুষটা লড়াই করে চলেছেন, তা দেখে দাদাকে আমি কুর্নিশ জানাতে চাই।’’ জন্মদিনে প্রিয় ‘দাদা’কে কী বলতে চান সৃজা? অভিনেত্রী হেসে বললেন, ‘‘মানুষটা মুখে কিছু বলেন না। কিন্তু কাজে করে দেখান। এটাই আমার খুব ভাল লাগে। জন্মদিনে এটাই বলব, দেবদার জীবনে আরও প্রচুর ‘খাদান’ আসুক এবং দর্শক তাঁকে ভালবাসায় ভরিয়ে দিক।’’ দেবের জন্মদিনেই পরিবারের সঙ্গে ‘খাদান’ দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সৃজা।
অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডুর প্রথম ছবি ‘প্রধান’। সেখানেও রয়েছেন দেব। অভিনেত্রীর মতে, সুপারস্টার হিসেবে দেবের থেকে শেখার কোনও শেষ নেই। কারণ দেব সাফল্য পাওয়ার পরেও মাটিতে পা রেখে হাঁটতে ভুলে যাননি। সৌমীতৃষা বললেন, ‘‘আমাকে যখন কেউ ‘দেবের হিরোইন’ বলে, তখন সত্যিই গর্বিত বোধ করি।’’
নতুনদের প্রতি দেবের ব্যবহার সৌমীতৃষাকে মুগ্ধ করে। ফ্লোরে নতুনদের সাহায্য করতে পিছপা নন দেব। সুপারস্টার ফ্লোরে আসবেন, তাঁর মত শট দেবেন এবং চলে যাবেন— এ রকম ধারণা করে নেওয়াই যায়। কিন্তু সৌমীতৃষার কাছে দেব অন্য মানুষ এবং অনেক বড় মাপের সহ-অভিনেতা। তাঁর কথায়, ‘‘একজন সুপারস্টার ফ্লোরে আমার সঙ্গে সংলাপ নিয়ে আলোচনা করছেন বা কী ভাবে অভিনয় করব পরামর্শ দিচ্ছেন— না দেখলে বিশ্বাস করা কঠিন।’’
সৌমীতৃষার মতে, দেব অনেক মানুষের ভাল থাকার ‘ওষুধ’। তাই জন্মদিনে তারকাকে মন থেকে শুভেচ্ছা জানাতে ভুললেন না অভিনেত্রী। আনন্দবাজার অনলাইনের মাধ্যমে দেবকে পৌঁছে দিতে চাইলেন জন্মদিনের শুভেচ্ছাবার্তা। বললেন, ‘‘আমাদের সুপারস্টারকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটার মতো সারা বছর যেন ওঁর সাফল্যের মধ্যে দিয়ে কাটে, এটাই চাই।’’
টলিপাড়ায় দেবের সঙ্গেই ইধিকা পালের প্রথম ছবি— ‘খাদান’। বক্স অফিসে ছবির ব্যবসার রমরমার পাশাপাশি অভিনেতাকে নিয়ে আপ্লুত অভিনেত্রী। দেবের সঙ্গে কাজের অভিজ্ঞতা স্বল্প পরিসরে তিনি ব্যক্ত করতে রাজি নন। তবে সুপারস্টারের একাধিক গুণ তাঁকে আকর্ষণ করে। ইধিকা বললেন, ‘‘আমি তো এক অর্থে ইন্ডাস্ট্রিতে নতুন। কিন্তু নতুনদের যে ভাবে তিনি সুযোগ দেন, তা বিরল।’’
ইধিকার আশা, দেব যেন আগামী দিনেও মাটিতে পা রেখে চলেন। তিনি বললেন, ‘‘অনেকেই শুধু নিজে উপরের দিকে উঠতে পছন্দ করেন। কিন্তু দেবকে দেখেছি সকলকে নিয়ে একসঙ্গে উপরের দিকে উঠতে।’’ আগামী দিনেও সুযোগ পেলে দেবের সঙ্গে অভিনয় করতে রাজি ইধিকা। জন্মদিনে প্রিয় অভিনেতাকে কী বলতে চাইবেন তিনি? ইধিকা বললেন, ‘‘এটুকুই বলব, ও যেন আনন্দে থাকে, খুশি থাকে এবং সুস্থ থাকে।’’