রোমাঞ্চের নেশা ধরাতে চলচ্চিত্র উৎসব

শুধু পর্বত অভিযানই নয়— রক ক্লাইম্বিং, আইস ক্লাইম্বিং, র‌্যাফটিং, উইংস্যুট জাম্পিংয়ের মতো ভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার সংক্রান্ত স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র থাকছে ওই উৎসবে। তবে সে সবেরই পটভূমি ভারতীয় হিমালয়ের বিভিন্ন অঞ্চল। আইএমএফের পূর্বাঞ্চল শাখার সম্পাদক দেবরাজ দত্ত বলছেন, ‘‘বিদেশ নয়, দেশের বিভিন্ন জায়গা দেখিয়ে নবীন প্রজন্মের মধ্যে আগ্রহ বাড়ানোটাই এ বারের লক্ষ্য।’’ 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৯ ০৪:১২
Share:

ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফেডারেশনের (আইএমএফ)।

দু’হাতের আঙুলের উপরে ভর দিয়ে মোনোলিথের খাড়া দেওয়াল বেড়ে তরতরিয়ে উঠে যাচ্ছেন পাঁচ ফুট ১১ ইঞ্চির যুবক। সেই রক ক্লাইম্বার অ্যালেক্স হনোল্ডের অভিযানের উপরে তৈরি তথ্যচিত্র ‘ফ্রি সোলো’ এ বার জিতে নিয়েছে অস্কার। একই রকম অ্যাডভেঞ্চারের স্বাদ পেতে চলেছে কলকাতাও। ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফেডারেশনের (আইএমএফ) উদ্যোগে আগামী ৯ মার্চ শহরে বসবে এক দিনের মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যালের আসর।

Advertisement

শুধু পর্বত অভিযানই নয়— রক ক্লাইম্বিং, আইস ক্লাইম্বিং, র‌্যাফটিং, উইংস্যুট জাম্পিংয়ের মতো ভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার সংক্রান্ত স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র থাকছে ওই উৎসবে। তবে সে সবেরই পটভূমি ভারতীয় হিমালয়ের বিভিন্ন অঞ্চল। আইএমএফের পূর্বাঞ্চল শাখার সম্পাদক দেবরাজ দত্ত বলছেন, ‘‘বিদেশ নয়, দেশের বিভিন্ন জায়গা দেখিয়ে নবীন প্রজন্মের মধ্যে আগ্রহ বাড়ানোটাই এ বারের লক্ষ্য।’’

আইএমএফ সূত্রের খবর, ৪২টির মধ্যে থেকে বাছাই করা ১৫টি তথ্যচিত্র দেখানো হবে উৎসবে। ২০১৮ সালে ১৮ জন সাইকেলআরোহীর (যাঁদের মধ্যে কেউ ক্যানসারজয়ী, কেউ দৃষ্টিশক্তিহীন, কেউ বা প্রতিবন্ধী) খারদুং লা অভিযানের তথ্যচিত্র ‘বিয়ন্ড খারদুং লা’ যেমন দেখতে পাবেন দর্শকেরা, তেমনই দেখা যাবে হাইলাইনার (মাটি থেকে অন্তত ৪০ ফুট উঁচুতে থাকা দড়ির উপর দিয়ে হাঁটেন যাঁরা) রোহিত ভর্তকের উপরে তৈরি ছবি ‘ড্রিমলাইন’। রয়েছে হিমালয়ের পশুপালক যাযাবরদের উপরে তৈরি ছবি। থাকছে বন্যপ্রাণ ও পরিবেশ সংক্রান্ত সচেতনতার বার্তাও। ২০১৮ সালে সান্দাকফু-ফালুট ট্রেকিং রুটে অভিযান চালিয়ে প্রায় ৩০০০ হাজার কেজি আবর্জনা উদ্ধারের উপরে তৈরি তথ্যচিত্রটিও আছে বাছাই ১৫-এ।

Advertisement

কেন এই উদ্যোগ? এভারেস্টজয়ী দেবরাজের কথায়, ‘‘জাতি-ধর্ম নিয়ে হানাহানির বদলে যুবসমাজকে অ্যাডভেঞ্চার স্পোর্টসের প্রতি আগ্রহী করে তোলাই উদ্দেশ্য।’’ সপ্তশৃঙ্গজয়ী পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত বলছেন, ‘‘এই ধরনের অভিযানে দর্শক থাকে না। তাই এই সব ছবি থেকে নবীন প্রজন্ম এ বিষয়ে অনেকটাই জানতে পারবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement