Mouni Roy

Mouni Roy: প্রেম দিবস বলে কথা! একটি নয়, মৌনীকে চার-চারটি হিরের আংটি উপহার স্বামী সুরজের

২৭ জানুয়ারি বিয়ে করেন সুরজ এবং মৌনী। মালয়ালী এবং বাঙালি রীতি মেনে নতুন অধ্যায় শুরু করেন তাঁরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২২ ১৯:২৬
Share:

স্বামী সুরজের সঙ্গে মৌনী।

বিয়ের গন্ধ এখনও গায়ে লেগে। তায় আবার প্রেম দিবস। স্ত্রী মৌনী রায়কে তাক লাগানো উপহার দিলেন পেশায় ব্যবসায়ী স্বামী সুরজ নাম্বিয়ার।

নায়িকা স্ত্রীকে হিরের আংটি উপহার দিতে চেয়েছিলেন সুরজ। কিন্তু কোন আংটি মৌনীর আঙুলে শোভা পাবে, তা-ই বুঝে উঠতে পারছিলেন না তাঁর স্বামী। অগত্যা একটি নয়, চার-চারটি হিরের আংটি উপহার দেন মৌনীকে। স্বামীর দেওয়া আংটি পরে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো করেছেন বঙ্গতনয়া। লিখেছেন, ‘প্রেম দিবস উপলক্ষে যখন আমার স্বামী যে কোনও একটি উপহার বেছে নিতে পারে না, তখন আমাকে চারটি উপহার দেয়।’ বাক্যটির শেষে একটি আংটির ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি।

Advertisement

২৭ জানুয়ারি বিয়ে করেন সুরজ এবং মৌনী। মালয়ালী এবং বাঙালি রীতি মেনে নতুন অধ্যায় শুরু করেন তাঁরা। মধুচন্দ্রিমার জন্য উড়ে গিয়েছিলেন কাশ্মীরে। সেখান থেকে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নানা ছবি, ভিডিয়ো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement