Mouni Roy

Mouni Roy: পায়ে আবির দিয়ে স্বামীকে প্রণাম, বিয়ের পর সুরজের সঙ্গে প্রথম দোল উদযাপন মৌনীর

স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে দোলের আনন্দে মাতলেন বলিউডের বাঙালি নায়িকা। লেন্সবন্দি কিছু বিশেষ মুহূর্ত বরাদ্দ থাকল অনুরাগীদের জন্য।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২২ ১৭:৩৪
Share:

আনন্দে মাতলেন মৌনী এবং সুরজ।

বিয়ের পর প্রথম দোল। স্মৃতি তৈরি হল বিশুদ্ধ বলিউডি কায়দায়। তৈরি করলেন মৌনী রায়।

স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে দোলের আনন্দে মাতলেন বলিউডের বাঙালি নায়িকা। লেন্সবন্দি কিছু বিশেষ মুহূর্ত বরাদ্দ থাকল অনুরাগীদের জন্য। ধবধবে সাদা কুর্তি, খোলা চুলে যেন মিলেমিশে গিয়েছে পর্দা আর বাস্তব। স্ত্রীর সঙ্গে রং মিলিয়ে সুরজও পরেছেন সাদা পাজামা-পাঞ্জাবি।

Advertisement

দু’হাত ভর্তি লাল, সবুজ, নীল, কমলার পরশ। সেই রং যেন জীবনের সবটুকুতে মেখে নিতে চান দু’জনে। স্বামীর পায়ে আবির দিয়ে তাঁকে প্রণামও করলেন মৌনী। ভালবেসে রং মাখালেন সুরজের দুই গালে। সংসার জীবনের প্রথম দোল জুটিতে রাঙিয়ে তুললেন নিজেদের মতো করে।

গত ২৭ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েছেন মৌনী-সুরজ। মালয়ালী এবং বাঙালি, দুই রীতি মেনেই বিয়ে করেছেন তাঁরা। মধুচন্দ্রিমায় কাশ্মীর। পাহাড়ের কোলে ফুটেছে প্রেমের ফুল। ফিরে এসে আপাতত দু’জনেই মন দিয়েছেন ঘরগেরস্থালিতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement