Sreelekha Mitra

Sreelekha Mitra-Moon moon Sen:আমার দেখা সেরা সুন্দরী! মুনমুনকে প্রশংসায় ভরিয়ে দিলেন শ্রীলেখা

এক অনুষ্ঠানে যোগ দিতে হায়দরাবাদে হাজির মুনমুন সেন ও শ্রীলেখা মিত্র। দেখা হতেই দুই সুন্দরী এক ফ্রেমে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২১ ১৩:৪৩
Share:

মুনমুন সেন এবং শ্রীলেখা মিত্র।


পেস্তা সবুজ শাড়িতে রানি পাড়। কানে দুলেছে জড়োয়ার ঝুমকো। এ ভাবেই বাঙালি সাজে হয়দরাবাদের এক অনুষ্ঠানে শ্রীলেখা মিত্র। সেই অনুষ্ঠান বর্ণিল হল মুনমুন সেন যোগ দিতেই। সুচিত্রা সেনের এক মাত্র মেয়ে যথারীতি ঝলমলে গাঢ় সবুজ পোশাক আর মুক্তো মালায়! দেখা হতেই দুই সুন্দরী এক ফ্রেমে। মোবাইলে তাঁর প্রিয় ‘মুন দি’কে বন্দি করেছেন ‘নির্ভয়া’-র অভিনেত্রী। লিখেছেন, ‘আমার দেখা সবচেয়ে সুন্দরী! মুনদি যেমন সুন্দর তেমনই সুন্দর তাঁর আঁকা। অনেকেই তাঁর এই গুণের কথা জানেন না।’

Advertisement

মুনমুনকে বরাবরের মতোই সংবাদমাধ্যমের ভিড়। তিনি জানালেন রাজনীতিকে বিদায় জানিয়ে নতুন জীবন শুরু করেছেন। আর সকালে ওঠা নেই। আর দিন-রাত দৌড় নেই। হাতে অঢেল সময়। সেই সময় তিনি খরচ করছেন পরিবারের জন্য। সময় কাটাচ্ছেন রাইমা, রিয়া আর স্বামীর সঙ্গে। বই পড়ছেন, ছবি আঁকছেন। রং তাঁর বরাবরের বন্ধু।

শুধু মুনমুন সেন নয় এই জমায়েতে শ্রীলেখার সঙ্গে দেখা গিয়েছে বিদীপ্তা চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, জয় সেনগুপ্তকে।

Advertisement
আরও পড়ুন:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement