Monali Thakur

মোনালিকে বিয়ে করতে এসে ঘাড়ধাক্কা খেয়েছিলেন হবু স্বামী মাইক?

সুইৎজারল্যান্ড থেকে উড়ে এসেছিলেন মাইক। কিন্তু ভিসা ছাড়াই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ জুন ২০২০ ১৩:৪৯
Share:

মাইক ও মোনালি।

তিন বছর আগে মোনালি ঠাকুরের বিয়ে হয়ে গেছে ছুপকে ছুপকে, বাসি কিস্যা। সেই গপ্পোই ফের টাটকা হয়ে আবার সোশ্যালে ভাইরাল। নয়া সংযোজন কী? ভারতে বিয়ে করতে এসে নাকি ঘাড়াধাক্কা খেতে হয়েছিল হবু বর মাইক রিচতেরকে! সেই জন্যেই শেষে চুপিচুপি বিয়ে সারতে বাধ্য হয়েছিলেন মাইক-মোনালিকে।

Advertisement

দিন তিনেক আগে বিয়ে হয়ে গেছে বলে বোম ফাটিয়েছিলেন গায়িকা। তখন সবার অভিমান মেশানো প্রশ্ন ছিল, এত বড় খবর এক বার জানালেনও না? আজ সেই উত্তর নিয়ে সোশ্যালে ফের হাজির তিনি। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ধুমধাম করে বিয়ে করবেন বলেই সমস্ত আয়োজন হয়েছিল। সুইৎজারল্যান্ড থেকে উড়ে এসেছিলেন মাইক। কিন্তু ভিসা ছাড়াই। মাইকের এক শুভাকাঙ্ক্ষী নাকি বলেছিলেন এক দিনের জন্য যাচ্ছেন রেজিস্ট্রি ম্যারেজ করতে। মাইকের কাছে জার্মান পাসপোর্ট আছে। ফলে, আলাদা করে ভিসা লাগবে না। সেই কথা শুনে মাইক আনন্দে সাতপাঁচ না ভেবেই পা রাখেন ভারতে। তার পরেই ছবি?

আরও পড়ুন: জমতে গিয়েও জমল না

Advertisement

বিমানবন্দরেই আটকে দেওয়া হয় তাঁকে। বেশ কয়েক ঘণ্টা আটকেও রাখা হয়। এ দিকে মোনালি বসে রেজিস্ট্রি অফিসে! শেষে মাইকের দেখা না পেয়ে ফোন করতেই জানতে পারেন পুরো ঘটনা। খবর কানে যেতেই বাড়িতে হুলুস্থুল। মোনালি তখন হবু স্বামীকে জেল-হাজত থেকে বাঁচাতে সমানে ফোন করে চলেছেন তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রীকে।

সেই অবস্থার কথা বর্ণনা করতে গিয়ে হেসে ফেলেছেন মোনালি, “জেলে না গিয়েই প্রায় কয়েদির দশা হয়েছিল মাইকের। এয়ারপোর্ট কর্তৃপক্ষ সন্দেহভাজন ব্যক্তি বলে আটকে রেখেছিল অনেকক্ষণ। তার পর নিজের দেশে পাঠিয়ে দিতে তাকে তুলে দেওয়া হয় ফিরতি প্লেনে।’

আরও পড়ুন: সুশান্তের থেকে টাইগারের সঙ্গে প্রেম করা অনেক সহজ: দিশা পাটানি

সেখানেও মোচড়! আবুধাবিতে নেমে সুইৎজারল্যান্ডের বিমান ধরার সময় ফের মাইককে ফিরিয়ে নিয়ে আসা হয় ভারতে। স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপে। তারপর কোনও মতে বিয়ে সারেন তাঁরা।

এর পর আর বিয়ের অনুষ্ঠানের কথা মাথায় থাকে? প্রশ্ন তুলেছেন মোনালি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement