হরনাজ় সান্ধু। ছবি: সংগৃহীত।
সৌন্দর্য প্রতিযোগিতায় সফল হয়ে অতীতে বলিউডে পা রেখেছেন একাধিক নায়িকা। তালিকায় রয়েছেন জুহি চাওলা থেকে শুরু করে সুস্মিতা সেন, ঐশ্বর্য রাই, প্রিয়ঙ্কা চোপড়া পর্যন্ত তাবড় নায়িকা। সেখানেই নতুন নাম তুলতে চলেছেন প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরী হরনাজ় সান্ধু। হিন্দি ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি।
টাইগার শ্রফের ‘বাগী’ ফ্র্যাঞ্চাইজ়ির চতুর্থ পর্বের জন্য অভিনেতা বাছাই চলছে। বৃহস্পতিবার নির্মাতারা জানিয়েছেন, এই ছবির মাধ্যমেই বলিউড অভিষেক হবে হরনাজ়ের। সূত্রের খবর, দীর্ঘ দিন ধরেই হারনাজ় বলিউডে পা রাখতে ইচ্ছুক ছিলেন। তবে সঠিক সুযোগের অপেক্ষায় ছিলেন। সাজিদ নাডিয়াডওয়ালা ছবিটির প্রযোজনা করছেন। আগামী দিনে বলিউডে হরনজ়ের দৌড় লম্বা হতে চলেছে বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির একাংশ।
‘বাগী ৪’-এ টাইগার ছাড়াও রয়েছেন সোনম বাজওয়া এবং সঞ্জয় দত্ত। সঞ্জয় ছবিতে খলচরিত্রে রয়েছেন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ছবিতে তাঁর প্রথম ঝলক। অন্য দিকে ছবির জন্য টাইগারও তাঁর প্রস্তুতি শুরু করেছেন। পেশিবহুল শরীরের পাশাপাশি ছোট চুল এবং একগাল দাড়িতে তাঁর লুক আকর্ষণীয়। খুব শীঘ্র ছবির শুটিং শুরু হবে। নির্মাতারা জানিয়েছেন আগামী বছর সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে ‘বাগী ৪’।
২০১৬ সালে মুক্তি পায় ‘বাগী’ সিরিজ়ের প্রথম পর্ব। এই ছবির মাধ্যমেই ‘অ্যাকশন হিরো’ হিসেবে বলিউডে নিজের অবস্থান স্পষ্ট করেন টাইগার। তার পর ২০১৮ এবং ২০২০ সালে মুক্তি পায় যথাক্রমে ‘বাগী ২’ এবং ‘বাগী ৩’। ছবিগুলি দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। চতুর্থ পর্ব দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারে কি না, সেটাই দেখার।