Anwesha Hazra

Anwesha-Mishmee: পর্দায় রোজ সাপে-নেউলে, বাস্তবে কেমন সম্পর্ক ঊর্মি-রিনির?

ঊর্মি এবং রিনি। ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের নায়িকা ও খলনায়িকা। বাস্তবে ঠিক কী রকম তাঁদের সমীকরণ?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ১৯:৪৩
Share:

বাস্তব জীবনে কেমন সম্পর্ক তাঁদের?

ঊর্মি এবং রিনি। সরকার বাড়ির দুই বউ। ননদ-বৌদির মধ্যে বনিবনা মোটে হয় না৷ হবেই বা কী করে! ঊর্মির স্বামীকেই যে আগে পছন্দ ছিল রিনির। ঊর্মির চরিত্রে অন্বেষা হাজরা। রিনির ভূমিকায় মিশমি দাস। ছোটপর্দায় ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে দুই অভিনেত্রীর খুনসুটি দেখতে অভ্যস্ত দর্শক।

Advertisement

কিন্তু বাস্তবে? পর্দায় পিছনেও কি সম্পর্কটা এমনই? লোকে বলে, দুই অভিনেত্রী নাকি কখনও ভাল বন্ধু হতে পারেন না! মিশমি আর অন্বেষার রসায়ন কি তেমনই? আনন্দবাজার অনলাইনকে মিশমি বলেন, “পর্দার মতো বাস্তবে আমাদের সম্পর্কটা মোটেই সাপে-নেউলের নয়। আদতে আমরা খুব ভাল বন্ধু। একে অপরের বিশাল বড় অবলম্বন।”

এই মুহূর্তে ছোটপর্দায় সরকার বাড়ির দুই বউ ব্যস্ত পাড়ার সেরা বৌমার লড়াই নিয়ে। বাস্তবেও কি টক্কর চলে? মিশমির উত্তর, “আমাদের কোনও প্রতিযোগিতা নেই। ও নায়িকা, আমি খলনায়িকা। সুতরাং লড়াইয়ের প্রশ্নই আসে না।” পর্দায় তাঁদের দেখে কে বলবে সে কথা!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement