mira rajput

ইনস্টাগ্রামে ফের উষ্ণতা ছড়ালেন মীরা, তারকা-পত্নীতে মুগ্ধ নেটাগরিকরা

অনুরাগীর সংখ্যা কিছু কম নয় শাহিদ-পত্নী মীরা রাজপুতের। নেটমাধ্যমে বরাবরই ‘হিট’ তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২১ ২০:১৫
Share:

মীরা রাজপুত।

বড় পর্দায় পদার্পণ করেননি। ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’ শোনার অভ্যাসও নেই তাঁর। তাই বলে অনুরাগীর সংখ্যা কিছু কম নয় শাহিদ-পত্নী মীরা রাজপুতের। নেটমাধ্যমে বরাবরই ‘হিট’ তিনি। ফের সে কথাই প্রমাণ করলেন মীরা।

রবিবার ইনস্টাগ্রামে উষ্ণতা ছড়ালেন মীরা। খোলামেলা সাঁতারের পোশাক (সুইম স্যুট) পরে ছবি পোস্ট করলেন শাহিদ-পত্নী। চোখে রোদ চশমা, ঠোঁটে লাল লিপস্টিক। পায়ে সুইম স্যুটের সঙ্গে মানানসই চপ্পল। হোটেলের ঘরের ভিতরেই দাঁড়িয়ে মীরা। ছবির সঙ্গে ক্যাপশন, ‘এলোমেলো হয়ে যাওয়ার কিছু মুহূর্ত আগে’।

খুব সম্ভবত কোথাও ছুটি কাটাতে গিয়েছেন মীরা। সমুদ্র বা পুলের জলে সাঁতার কাটার আগের মুহূর্তকেই হয়তো লেন্সবন্দি করেছেন তিনি। মাত্র ৬ ঘণ্টার মধ্যেই ২ লক্ষের বেশি লাইক পেয়েছে মীরার এই ছবি। তবে মীরা একা নন, একই ভাবে শাহিদও ১ দিন আগেই পারদ চড়িয়েছেন। সুইমিং পুলে খালি গায়ে, চোখে রোদ চশমা পরে ছবি শেয়ার করে অনুরাগীদের হৃদস্পন্দন বাড়িয়েছেন তিনিও।

Advertisement

শাহিদকে শেষ বড় পর্দায় দেখা গিয়েছিল ২০১৯ সালে ‘কবির সিং’ ছবিতে। খুব শীঘ্রই ফের ‘জার্সি’ ছবির মাধ্যমে পর্দায় ফিরবেন তিনি। এটি একটি খেলাভিত্তিক ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement