মীর আফসার আলি।
মীর আফসার আলি। তাঁর বুদ্ধিমত্তা, রসবোধ নিয়ে চর্চা হয়। নেটমাধ্যম ব্যবহারের মধ্যেও মানুষকে হাসিখুশির রাখার প্রয়াস চোখে পড়ে বেশির ভাগ সময়ে। নিজের রাজনৈতিক বোধবুদ্ধিকেও কৌতুকে মুড়ে পরিবেশন করেন তিনি। আর তাই বন্ধুত্ব দিবসে তাঁর পোস্ট করা একটি ছবি নিয়ে ইতিমধ্যেই সাড়া পড়ে গিয়েছে নেটমাধ্যমে।
কথায় সময় ব্যয় করেননি। কেবল একটি ছবি দিয়ে তার উপরে ‘শুভ বন্ধুত্ব দিবস’ লিখেই নিজের কাজ সেরেছেন অভিনেতা-সঞ্চালক।
কী ছিল সেই ছবিতে?
কিছুই না। সাধারণ একটি ছবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য বিনিময় করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবিই পোস্ট করেছেন মীর। দেখা যাচ্ছে, দুই রাজনৈতিক নেতা একে অপরের সঙ্গে কথা বলছেন। তাঁদের মুখে হাসি। সেই ছবি পোস্ট করে মীর উপরে লিখেছেন, ‘হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।’ ব্যস, ছবি পোস্ট হতে না হতেই মীরের বুদ্ধিমত্তার প্রশংসায় পঞ্চমুখ নেটাগরিকরা। যদিও পোস্টের মালিক সে সব মন্তব্যের আর কোনও উত্তর করেননি।