Entertainment News

নুসরতের স্বামীর সঙ্গে ছবি শেয়ার করলেন মিমি!

টলিউডে মিমি-নুসরতের বন্ধুত্বের কথা কারও অজানা নয়। সদ্য তুরস্কের বোদরুমে নিখিল জৈনকে বিয়ে করেছেন নুসরত। আর সেখানে টলি মহল থেকে উপস্থিত ছিলেন একমাত্র মিমি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ জুন ২০১৯ ০৯:৫৮
Share:

নিখিল এবং মিমি। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা। তাতে আনন্দ করবেন না, হয় নাকি? ব্যতিক্রম নন অভিনেত্রী মিমি চক্রবর্তীও।

Advertisement

টলিউডে মিমি-নুসরতের বন্ধুত্বের কথা কারও অজানা নয়। সদ্য তুরস্কের বোদরুমে নিখিল জৈনকে বিয়ে করেছেন নুসরত। আর সেখানে টলি মহল থেকে উপস্থিত ছিলেন একমাত্র মিমি। চুটিয়ে আনন্দ করেছেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবিও।

নুসরত এবং নিখিলের সঙ্গে আলাদা আলাদা ছবি শেয়ার করেছেন মিমি। ক্যাপশনে লিখেছেন, ‘আ জার্নি টু রিমেম্বার। এক সঙ্গে সুখে থাক তোমরা।’

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

‘এনজেঅ্যাফেয়ার’। এটাই ছিল নিখিল এবং নুসরতের বিয়ের সোশ্যাল ওয়ালে ব্যবহৃত হ্যাশট্যাগ। মূল অনুষ্ঠানের ডিজাইনেও ব্যবহার হয়েছে এই বিশেষ হ্যাশট্যাগ। পেশায় ব্যবসায়ী নিখিলের সঙ্গে নুসরতের কাজের মাধ্যমেই আলাপ। পরে তা গড়ায় গভীর বন্ধুত্বে। দুই বাড়ির সম্মতিতেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন দম্পতি। ২৫ জুনের পরে আইনি মতে বিয়ে সারবেন নুসরত-নিখিল।

আরও পড়ুন, শুটিংয়ের সময় মুম্বইয়ে মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত মাহি গিল

A journey to remember #thenjaffair @nusratchirps @nikhiljain09 May u both live the path of happiness together forever💕💕💕

A post shared by Mimi (@mimichakraborty) on

(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement