Mimi Chakraborty

Mimi Chakraborty: সাত হাজার ছবি উধাও, মোবাইল ফোন প্রস্তুতকারক সংস্থাকে নিয়ে টুইট ক্ষুব্ধ মিমির

মাসের পর মাস ধরে জমে থাকা স্মৃতিগুলি পুনরুদ্ধারের চেষ্টায় কোনও ত্রুটি রাখেননি তিনি। তাতেও কুল পেলেন না সাংসদ-অভিনেত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২১ ১৭:২৯
Share:

ফোন নিয়ে বিপাকে মিমি

সাত হাজার ছবি, ৫০০ ভিডিয়ো উধাও ফোন থেকে! মাসের পর মাস ধরে জমানো স্মৃতিগুলি পুনরুদ্ধারের চেষ্টায় কোনও ত্রুটি রাখেননি তিনি। তাতেও কুল পেলেন না সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। বাধ্য হয়ে টুইটারে সেই ফোন প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানালেন তিনি।

মিমি লিখলেন, ‘সাত হাজার ছবি, ৫০০ ভিডিয়ো মুছে গিয়েছে! সব হারিয়ে গেল। আমি কী করব বুঝতে পারছি না! কাঁদব চিৎকার করে? পুনরুদ্ধারের সমস্ত রকম চেষ্টা করে দেখেছি। কোনও সাহায্য পাইনি।’ তার পরে সংস্থার নাম উল্লেখ করে লিখেছেন, ‘জঘন্য ঘটনা এটা’।

Advertisement

মিমি জানিয়েছেন, এমন অনেকে আছে, যাদের ছবি শুধুমাত্র ওই ফোনেই রাখা ছিল। তাদের অনেকেই এখন আর পৃথিবীতে নেই। ওইটুকুই ছিল স্মৃতি হিসেবে। মিমির মন অত্যন্ত খারাপ।

মাস কয়েক আগে নতুন ফোন কেনার পর ফোনের ছবি দিয়েছিলেন মিমি। একের পর এক ছবি তুলেছেন সেই ফোন থেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement