সইফের পর এ বার ভজনকে টাকা দিতে চান মিকা সিংহ। ছবি: সংগৃহীত।
রাতারাতি যেন তারকা হয়ে উঠলেন মুম্বইয়ের অটোচালক— ভজন সিংহ রানা। গত বৃহস্পতিবার ভোরে বান্দ্রা এলাকা থেকে এক ব্যক্তিকে ছুরিকাহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন তিনি। ওই ছুরিকাহত সাধারণ কেউ নন, বলিউড তারকা সইফ আলি খান।
১৬ জানুয়ারি ভোরে রক্তাক্ত সইফকে মাত্র দু’মিনিটে লীলাবতী হাসপাতালে পৌঁছে দেন ভজন। যদিও সে সময় তিনি জানতেনই না, কাকে তুলেছেন নিজের অটোরিকশায়। পরে ভজন জানিয়েছেন, সেই সময় তাঁর মাথায় শুধু কাজ করেছিল একটিই বিষয়— কত দ্রুত রক্তাক্ত মানুষটিকে হাসপাতালে পৌঁছে দেবেন, যাতে তাঁর প্রাণ বাঁচাতে পারেন। হাসপাতালে নামানোর পর ভাড়াও চেয়ে নেননি তিনি।
তবে সইফ সুস্থ হয়ে ওঠার পরই ভজন পাচ্ছেন একের পর এক পুরস্কার। এ বার ভজনের খোঁজ করছেন গায়ক মিকা সিংহ। অটোচালককে ১১ লক্ষ টাকা দিতে চান মিকা। মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সইফ। বাড়ি ফেরার আগেই তিনি দেখা করেন ভজনের সঙ্গে। তাঁর সঙ্গে ছবি তোলেন। তাঁর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, ‘‘সেই রাতে সময় মতো আপনি পৌঁছে দিয়েছেন হাসপাতালে, অনেক ধন্যবাদ।’’ শোনা গিয়েছিল ভজনকে নাকি প্রায় ৫০ হাজার টাকাও দিয়েছেন। এর আগে এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে ভজন পেয়েছেন ১১ হাজার টাকা। এ বার ভজনকে পুরস্কৃত করতে চান মিকা। তিনি নিজের সমাজমাধ্যমের পাতায় ভজনের ছবি দিয়ে লেখেন, ‘‘হিরোর মতো কাজ করেছেন। আমাকে ওঁর খোঁজ দিন। সইফ ভাই ৫০ হাজার টাকা কেন, ১১ লাখ পাওয়া উচিত ওর।’’