Bengali Serial

Kanchi: নকল মায়ের পর নকল বৌ সাজবে ‘কাঞ্চি’?

আকাশ ৮ চ্যানেলের ধারাবাহিক মানেই পারিবারিক গল্পের সম্ভার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২১ ২২:০৩
Share:

পারিবারিক গল্প বলবে ‘কাঞ্চি’

আকাশ ৮ চ্যানেলের ধারাবাহিক মানেই পারিবারিক গল্পের সম্ভার। সেই ধারা মেনেই ৩০ অগস্ট থেকে চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি ঘরোয়া গল্প ‘কাঞ্চি’। পাহাড়ি মেয়ে কাঞ্চি পর্যটকদের খেলা দেখিয়ে উপার্জন করে। এ দিকে সেই পাহাড়েই হাজির আকাশ, পুনম আর তাদের এক রত্তি মেয়ে ঈশ্বরী। সেখানেই সুখী পরিবারের সঙ্গে আলাপ কাঞ্চির।

Advertisement

কাঞ্চির গ্রামের বাড়িতে এক রাত কাটিয়ে নিজেদের বাড়ি ফেরার সময় এক বিশাল দুর্ঘটনায় আক্রান্ত হয় শহর থেকে আসা পরিবারটি। কাঞ্চির হাতে একমাত্র মেয়ের দায়িত্ব তুলে দিয়ে চোখ বোজে পুনম। দুর্ঘটনার পর থেকেই আকাশ উধাও। ঈশ্বরী বড় হতে থাকে পাহাড়ি গ্রামেই। চার বছর পরে ছোট্ট ঈশ্বরীকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে গিয়ে কাঞ্চি জানতে পারে, দুর্ঘটনায় স্মৃতি হারিয়েছে আকাশ। পরিবারের সকলে তাকেই তার মৃত স্ত্রী পুনম বলে ভুল করে। এই ভুল কি ভেঙে দেবে কাঞ্চি? নাকি, ঈশ্বরীর নকল মায়ের মতোই আকাশের নকল বৌ সাজবে সে?

উত্তর জানতে সোম থেকে শনি রোজ রাত ৮টায় দেখতে হবে নতুন ধারাবাহিক। কাঞ্চির ভূমিকায় অভিনয় করছেন কথাকলি চক্রবর্তী। এছাড়াও, অভিনয় করছেন ভরত কল, তুলিকা বসু, ভাস্বর চট্টোপাধ্যায়, তনুশ্রী ঘোষ, ওমি মুখোপাধ্যায় এবং সৌমী পাল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement