Roja

Roja: খুনসুটি, রাগ, অভিমান মাখা এক প্রেমের গল্প বলবে ‘রোজা’ ধারাবাহিক

মণি রত্নম দেখিয়েছেন, ‘রোজা’ মানেই প্রেম-অপ্রেমের টানাপড়েনে জন্ম নেওয়া এক অবুঝ ভালবাসা। জাতীয় স্তরের পরিচালকের সেই ভাবনা ছায়া ফেলতে চলেছে বাংলার নতুন ধারাবাহিকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২১ ২১:২৬
Share:

রোজা তার প্রেম খুঁজে পাবে?

মণি রত্নম দেখিয়ে দিয়েছেন, ‘রোজা’ মানেই প্রেম-অপ্রেমের টানাপড়েনে জন্ম নেওয়া এক অবুঝ ভালবাসা। জাতীয় স্তরের পরিচালকের সেই ভাবনা ছায়া ফেলতে চলেছে এন্টারটেন বাংলার নতুন ধারাবাহিক ‘রোজা’-তে। যে ধারাবাহিক খুনসুটি, রাগ, অভিমান মাখা এক প্রেমের গল্প বলবে। ছবির পাশাপাশি একই নামের একটি তেলুগু ধারাবাহিকও দীর্ঘদিন ধরে রমরমিয়ে চলছে দক্ষিণ ভারতীয় টেলি দুনিয়ায়।

Advertisement

ধারাবাহিকের চিত্রনাট্য অনুযায়ী, নামী শিল্পপতির এক মাত্র মেয়ে রোজা। সে ভালবাসে নিম্নবিত্ত পরিবারের রূপাইকে। এ কথা রোজার বাবা জানার পরেই মেয়েকে ত্যাজ্য কন্যা করার সিদ্ধান্ত নেয়। বিত্তশালী অঙ্কুশের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টাও করে। বিয়ে আটকানোর জন্য এর পর অঙ্কুশকেই পুরো ঘটনা জানায় রোজা। অঙ্কুশ সরে দাঁড়ায় রোজার জীবন থেকে। এ বার কি রোজা-রূপাইয়ের মিলন হবে? উত্তর নিয়ে খুব শিগগিরি আসছে নতুন ধারাবাহিক।

ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পিয়া দেবনাথ, মালবিকা সেন, মিলন রায়চৌধুরী, চণ্ডী দাস কুমার, মোনালিয়া পাল, রাহুল চক্রবর্তী, সুবান রায়, পৌলমী দাস প্রমুখ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement