Manali Dey

TV Serial: ‘ধুলোকণা’ আবার বাংলার সেরা, জন্মদিনে উপহারের ঢল ‘ফুলঝুরি’ মানালির

‘ধুলোকণা’ আবারও প্রথম, বাংলা সেরা। আনন্দবাজার অনলাইনের সঙ্গে সেই খুশি ভাগ করে নিয়েছেন মানালি, ‘‘আজ যেন সব কিছু দ্বিগুণ করে পাচ্ছি। এত আনন্দ রাখব কোথায়? ’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ মে ২০২২ ১৪:৪০
Share:

মানালির জন্মদিনে ধুলোকণা ‘বাংলা সেরা’

শ্যুটের ফাঁকেই কানে ফোন । কথার শুরুতেই একরাশ উচ্ছ্বাস মানালি দে ওরফে ‘ফুলঝুরি’র গলায়। পর্দায় ‘লালন’ তাঁর থেকে দূরে। কিন্তু জন্মদিন তাঁর থেকে দূরে সরে থাকেনি। ৬ মে সকাল থেকে তাই খুশি খুশি মেজাজে অভিনেত্রী। সেই খুশি দ্বিগুণ রেটিং চার্ট প্রকাশ পেতেই।

বৃহস্পতিবারের বদলে কাকতালীয় ভাবেই শুক্রবার প্রকাশ্যে টিআরপি তালিকা। সেখানেও বিস্ময়। ‘ধুলোকণা’ আবারও প্রথম, বাংলা সেরা। আনন্দবাজার অনলাইনের সঙ্গে সেই খুশি ভাগ করে নিয়েছেন নায়িকা, ‘‘আজ যেন সব কিছু দ্বিগুণ করে পাচ্ছি। এত আনন্দ রাখব কোথায়?’’

Advertisement

রেটিং চার্ট বলছে, ৮.৩ পেয়ে গত সপ্তাহের মতোই এ বারেও শীর্ষে লালন-ফুলঝুরির সম্পর্কের টানাপড়েন। চড়ুই যে ভাবেই আচমকা এসেছিল সে ভাবেই সে বিদায়ও নিয়েছে। তা হলে কি এ বার মিলন যুগলের? মানালির দাবি, তার জন্য রোজ দেখতে হবে ধারাবাহিক। ৭.৯ পেয়ে দ্বিতীয় স্থানে গাঁটছড়া। আবার একটু একটু করে শ্বশুরবাড়িতে হারানো সম্মান ফিরে পাচ্ছে খড়ি। দ্যুতির ছলনা তাঁকে শ্বশুরবাড়িতে এককোণে ঠেলে দিয়েছে। ৭.৭ পেয়ে তৃতীয় মিঠাই। ‘রকস্টার’ রূপী সিদ্ধার্থও যেন আপাতত ফিকে ‘ধুলোকণা’র দাপটের কাছে।

বাকি দুই স্থান চতুর্থ আর পঞ্চম। ৭.৪ পেয়ে চতুর্থ স্থান দখল করেছে ‘গৌরী এল’। এ সপ্তাহে পঞ্চম স্থানের দাবিদার দু’জন। ‘লক্ষ্মী কাকিমা’ আর ‘মন ফাগুন’। শন বন্দ্যোপাধ্যায়-সৃজলা গুহকে নিয়ে তৈরি হওয়া গুঞ্জন ফের সামনে নিয়ে এসেছে ‘মন ফাগুন’কে। একই সঙ্গে ধারাবাহিকেও ঋষিরাজ-পিহুর প্রেমে জোর টানাপড়েন। বাকিরা কে কোথায়? চোখ রাখুন রেটিং চার্টে----

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement