Aaska Goradia

একতা কপূরের সেক্রেটারি থেকে বলিউডের হট সেনসেশন, লিপ জব করিয়ে ট্রোলড হওয়া এই অভিনেত্রীকে চেনেন?

কেরিয়ার শুরু করেছিলেন একতা কপূর-এর সেক্রেটারি হিসেবে। সেখান থেকেই হয়ে ওঠেন বলিউডের অন্যতম সফল টেলি- স্টার।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ জুন ২০১৯ ১৪:৪৩
Share:
০১ ১৬

কেরিয়ার শুরু করেছিলেন একতা কপূর-এর সেক্রেটারি হিসেবে। সেখান থেকেই হয়ে ওঠেন বলিউডের অন্যতম সফল টেলি- স্টার।

০২ ১৬

আশকা গোরাডিয়া। বলিউডের এই হট, সেনসেশনাল নায়িকার জন্ম ১৯৮৫-এর ২৭ নভেম্বর গুজরাতের আমদাবাদে।

Advertisement
০৩ ১৬

অভিনয় জীবনের হাতেখড়ি ২০০২ সালে ‘অচানক ৩৭ সাল বাদ’ ধারাবাহিকে দিয়ে। লাইমলাইটে আসেন ২০০৩ সালে একতা কপূর প্রযোজিত ‘কুসুম’ ধারাবাহিকে ‘কুমুদ’ চরিত্রের মাধ্যমে।

০৪ ১৬

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে প্রতিভার ছাপ রেখে জনপ্রিয় হয়ে উঠেছেন। 'কিউ কি সাস ভি কভি বহু থি'-র 'রাজিয়া', 'লাগি তুঝসে লগন'-এর 'কলাবতি'র মতো চরিত্রে নিজেকে বারেবারে প্রমাণ করেছেন আশকা।

০৫ ১৬

বিখ্যাত বলিউড পরিচালক মধুর ভান্ডারকর-এর 'হিরোইন' ছবিতেও দেখা গিয়েছে তাঁকে।

০৬ ১৬

২০১২ সালে জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস'-এ অংশ নিলেও জয়ীর শিরোপা মাথায় ওঠেনি তাঁর।

০৭ ১৬

নেগেটিভ চরিত্রেও আশকা সমান পারদর্শী। জনপ্রিয় হিন্দি ধারাবাহিক নাগিন ২-এ তাঁর চরিত্র দর্শকমহলে বিপুল সাড়া ফেলে।

০৮ ১৬

অভিনেতা রোহিত বক্সীর সঙ্গে ১০ বছরের প্রেমের সম্পর্ক ভেঙে গেলে সাময়িক ভাবে অবসাদগ্রস্তও হয় পড়েন তিনি।

০৯ ১৬

শুরুর দিন থেকেই বিতর্ক তাঁর নিত্যসঙ্গী। প্লাস্টিক-সার্জারি করিয়ে ঠোঁটের আকার পরিবর্তন (লিপ জব) করার ফলে সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর ট্রোলড হন তিনি। পরে অবশ্য নিজেই লিপ সার্জারির কথা স্বীকার করে নেন।

১০ ১৬

২০১৭-তে মার্কিন নাগরিক ব্রেন্ট গোবল-এর সঙ্গে নতুন সম্পর্কে জড়ান আশকা। আমেরিকার লাস ভেগাসে প্রথম দেখা হয়েছিল ব্রেন্ট এবং আশকা-র।

১১ ১৬

ওই বছরেরই ডিসেম্বর মাসে বিয়ে করেন তাঁরা। বড়দিনের সময় নিজের পরিবারের সামনেই আশকাকে বিয়ের প্রস্তাব দেন ব্রেন্ট।

১২ ১৬

২০১৭ সালে জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো 'নাচ বালিয়ে'-তেও তাঁরা জুটি বাঁধেন এবং খুব অল্প সময়েই দর্শকের মন জিতে নেন। যদিও বিজয়ী হননি তাঁরা।

১৩ ১৬

ইনস্টাগ্রাম, ফেসবুক-এও খুবই অ্যাক্টিভ তিনি। বেড়াতেও ভালবাসেন খুব।

১৪ ১৬

নাচ অন্ত প্রাণ এই টেলি নায়িকা প্রায়ই নাচের নানান রকমের ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।

১৫ ১৬

ফিটনেসে-ও রয়েছে বিশাল অনুরাগ। শুধু আশকা-ই নন। ব্রেন্ট-ও ফিটনেসের ব্যাপারে খুবই সচেতন। প্রায়শই সোশ্যাল মিডিয়াতে যোগার ভিডিও পোস্ট করেন তাঁরা।

১৬ ১৬

কে বলে দুই তারকা কখনওই ভাল বন্ধু হতে পারেন না! টেলি তারকা মৌনী রায়, জুহি পারমারের সঙ্গে ভালই সখ্যতা রয়েছে তাঁর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement