স্টুডিয়ো চত্বরে দক্ষিণী তারকার বিয়ের আসর। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
কথাতেই আছে, লাখ কথার বিয়ে। অর্থাৎ, দুই পক্ষের প্রচুর কথাবার্তা। তার পর বিয়ে। নাগা চৈতন্য-শোভিতা ধুলিপালার বিয়ে নিয়ে বোধহয় কোটি কোটি কথার ভিড়! দুই পক্ষের পরিবার, আত্মীয়-পরিজনেরা তো রয়েছেনই, রয়েছেন তাঁদের অনুরাগীরাও। ৪ ডিসেম্বর তাঁদের বিয়ে। একটা করে দিন এগিয়ে যাচ্ছে, আর অনুরাগীমহলের উত্তেজনা বেড়ে চলেছে তাঁদের বিয়ের খবরে। সোমবার সপ্তাহের শুরু, কর্মব্যস্ততার মধ্যেও কিন্তু সেই প্রভাব এড়ানো যায়নি। এ দিন প্রকাশ্যে দুই দক্ষিণী তারকার বিয়ের বাসরের হদিস।
কোথায় বিয়ে করছেন যুগলে? খবর, বিনোদন দুনিয়ার মানুষ বলে উভয়েরই নাকি পছন্দ স্টুডিয়ো চত্বর। সব ঠিক থাকলে হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিয়োয় তাঁরা সাত পাকে বাঁধা পড়বেন। এই বিয়ের মতোই বিয়ের আসরও বিশেষ। ১৯৭৬ সালে নাগা চৈতন্যের ঠাকুর্দা কিংবদন্তি অভিনেতা-প্রযোজক আক্কিনেনি নাগেশ্বর রাও অন্নপূর্ণা স্টুডিয়োটি তৈরি করেন। হায়দরাবাদের বানজারা হিলসে ২২ একর জুড়ে বিস্তৃত স্টুডিয়োটি।
আরও জানা গিয়েছে, এই স্টুডিয়োয় ৬০টিরও বেশি বড় ছবি তৈরি হয়েছে। দক্ষিণী বিনোদন দুনিয়ায় অন্নপূর্ণা তাই স্তম্ভস্বরূপ। অনেকটা জায়গা জুড়ে থাকায় স্টুডিয়োর ভিতরে সেট তৈরির সুবিধাও রয়েছে। সম্ভবত সেই কারণেই নাগা তাঁর বিয়ের জন্য এই স্থান বেছে নিয়েছেন। বিয়ের আসরের খবর পাওয়ামাত্র নড়ে বসেছেন দুই অভিনেতার অনুরাগীরা। এ বার তাঁদের ‘পাখির চোখ’, কখন হবু বর-কনে গাঁটছড়া বাঁধতে রওনা দেবেন হায়দরাবাদের উদ্দেশে।