আসা-যাওয়ার পালা চলছে
Television

বাংলা ধারাবাহিকের হাল-হকিকতের ঠিকানা

 লকডাউন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করে শুটিংয়ের সুরাহা হওয়ার পরেও কিন্তু একের পর এক ধারাবাহিক বন্ধ হচ্ছে কিংবা হওয়ার মুখে।

Advertisement

ঈপ্সিতা বসু

কলকাতা শেষ আপডেট: ০৯ জুলাই ২০২০ ০১:৩৪
Share:

নকশি কাঁথা

গত সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টলিউড প্রতিনিধিদের বৈঠকে একটি বেসরকারি চ্যানেলে লকডাউন চলাকালীন চারটি ধারাবাহিক বন্ধ হওয়ার বিষয়টি নজরে আনা হয়। নতুন শো আনার ব্যবস্থা করারও পরোক্ষ নির্দেশ দেওয়া হয়।

Advertisement

লকডাউন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করে শুটিংয়ের সুরাহা হওয়ার পরেও কিন্তু একের পর এক ধারাবাহিক বন্ধ হচ্ছে কিংবা হওয়ার মুখে। কিছু দিন আগেই শেষ হল ‘নকশি কাঁথা’র শুটিং। অভিনেত্রী মানালি দে বললেন, ‘‘ধারাবাহিকের সেট আমাদের কাছে পরিবারের মতো, কিন্তু পরিবারকে কাছে পেয়েই আবার হারাতে হল।’’ ‘নেতাজি’ ও ‘ত্রিনয়নী’র শুটিংও শেষ হয়ে যাচ্ছে বলেই খবর। এই দু’টি ধারাবাহিক বন্ধ করার কারণ প্রসঙ্গে সংশ্লিষ্ট চ্যানেলের ক্লাস্টার হেড সম্রাট ঘোষ বললেন, ‘‘গল্প ফুরিয়ে গেলে সেই ধারাবাহিক যতই জনপ্রিয় হোক, অকারণে টেনে নিয়ে যাওয়া ঠিক নয়।’’

একই কারণ দেখিয়ে বন্ধ করা হল ‘দুর্গা দুর্গেশ্বরী’ও। এই ধারাবাহিকের প্রযোজক সংস্থার তরফে বলা হয়েছে, ‘‘গল্প শেষ বলেই বন্ধ করে দেওয়া হচ্ছে।’’ তার জায়গায় আসছে নতুন ধারাবাহিক, ‘তিতলি’। একই চ্যানেলের ‘চুনি পান্না’ ও ‘মহাপীঠ তারাপীঠ’ও খুব শিগগিরই বন্ধ করে দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। যদিও এই ব্যাপারে চ্যানেলের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলে কোনও সাড়া মেলেনি। ‘মহাপীঠ তারাপীঠ’-এর তারা মা অর্থাৎ নবনীতা দাসকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বললেন, ‘‘লকডাউনের আগে শুনেছিলাম এমন খবর। কিন্তু এখনও বন্ধ হওয়ার কথা শুনিনি। নিজের চরিত্রটা আরও এক্সপ্লোর করার আগেই বন্ধ হয়ে গেলে কষ্ট পাব।’’ ‘চুনি পান্না’ ধারাবাহিকের অভিনেত্রী তুলিকা বসু ও পায়েল দে-র কাছে অবশ্য বন্ধ হওয়ার খবর নেই।

Advertisement

অন্য চ্যানেলগুলি কবে নতুন মেগা সিরিয়ালের শুটিং শুরু করবে? উত্তর অধরাই। চারটি শো বন্ধ করে দেওয়া বেসরকারি চ্যানেলের তরফে বলা হয়েছে, ‘‘করোনা পরিস্থিতিতে নতুন ধারাবাহিকের শুটিং সম্ভব নয়। তবে বিনোদন থেকে দর্শক যাতে বঞ্চিত না হন, তাই জাতীয় চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিকগুলি ডাব করে সম্প্রচার করা হচ্ছে।’’

অন্য একটি চ্যানেলে জুলাই থেকেই শুটিং শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘বৃদ্ধাশ্রম টু’ এবং ‘জয় মা সন্তোষী’র। ‘পুলিশ ফাইল’-এর শুটিং শুরু হলেও ‘আগুন পাখি’, ‘অন্য যশোদা’, ‘বেঙ্গল ক্রাইম’ আর ফিরছে না বলেই খবর। এই প্রসঙ্গে সেই বেসরকারি চ্যানেলের প্রধান ঈশিতা সুরানা পোদ্দার বললেন, ‘‘নতুন গল্প দর্শক বেশি টানবে। নিয়ম মেনে শুটিং করতেও সুবিধে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement