Akshay Kumar

Akshay Kumar: রাজ্য পেলেন, গাজরের হালুয়া পেলেন না ‘পৃথ্বীরাজ’! চটে লাল অক্ষয়

বেজায় চটেছেন অক্ষয় কুমার। ‘পৃথ্বীরাজ’ হয়ে দোর্ডণ্ডপ্রতাপে রাজ্য শাসন করছেন। এ দিকে নাকি তাঁরই জুটল না গাজরের হালুয়া!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ মে ২০২২ ১৩:৪২
Share:

ছবির দৃশ্যে অক্ষয় কুমার এবং মানুষী চিল্লার।

প্রতাপশালী সম্রাট। তাঁকে এক ডাকে চেনে গোটা দাক্ষিণাত্য। বিপুল তাঁর রাজ্যপাট। সেই তিনিই নাকি বঞ্চিত রইলেন গাজরের হালুয়ার সুস্বাদে! তিনি, স্বয়ং ‘সম্রাট পৃথ্বীরাজ’! ইতিহাসের পাতা থেকে সোজা বলিউডের পর্দায় শিগগিরই যাঁর দেখা মিলবে।

Advertisement

পৃথ্বীরাজ চহ্বাণের ভূমিকায় অক্ষয় কুমার। মিষ্টি-সুখ ভাগ্যে জোটেনি তাঁরই। সৌজন্যে ছবির নায়িকা মানুষী চিল্লার!

কী ঘটেছে দু'জনের মধ্যে?

Advertisement

মুম্বই সংবাদমাধ্যমের খবর, ছবির সেটে এক দিন লুডোয় মেতেছিলেন সকলে। অক্ষয় বাজি রাখেন, যে হারবে, পরদিন গোটা ইউনিটকে গাজরের হালুয়া খাওয়াতে হবে তাকে!

সে দিন খেলায় গোহারা হেরে যান মানুষী। বাজি হেরে পরের দিন সেটে নিয়েও গিয়েছিলেন গাজরের হালুয়া। কিন্তু কী করে যেন অক্ষয়ের ভাগ্যে তা জোটেনি! অন্য কেউ খেয়ে ফেলেন তাঁর ভাগের হালুয়া। বেজায় রেগে যান ‘পৃথ্বীরাজ’!

তার পরের দিন আবারও সেটে হালুয়া নিয়ে যান মানুষী। কিন্তু মাথায় যে তখন দুষ্টুবুদ্ধি! সে দিনও তিনি একেবারে ছক কষে ফের সবটা দিয়ে দেন বাকিদেরই! উদ্দেশ্য, ফের চটিয়ে দেওয়া 'বচ্চন পাণ্ডে'কে!

শেষ রক্ষা অবশ্য হয়নি। অক্ষয় ফের রাগারাগি করতেই হেসে খুন মানুষী। আর তাতেই ফাঁস হালুয়া-রহস্য!

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement