Mandira Bedi

Mandira Bedi: সন্তানরাই বেঁচে থাকার রসদ, স্বামীর প্রয়াণের পর তাঁকে নিয়ে প্রথম মুখ খুললেন মন্দিরা

গত ৩০ জুন ভোর সাড়ে ৪টে নাগাদ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন মন্দিরা বেদীর স্বামী রাজ কৌশল। বয়স হয়েছিল ৪৯ বছর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২১ ১২:৪৫
Share:

দুই সন্তানের সঙ্গে মন্দিরা, পাশে প্রয়াত স্বামী রাজ

‘‘সন্তানদের জন্যই বেঁচে আছি’’— স্বামী রাজ কৌশলের মৃত্যুর পর প্রথম বার তাঁকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মন্দিরা বেদী। দুই শিশুসন্তানের বয়স ১০ এবং ৫ বছর। তাঁদের আঁকড়ে কী ভাবে বাঁচছেন তিনি? এই প্রথম নিজের মানসিক পরিস্থিতি নিয়ে কথা বললেন স্বামীহারা মন্দিরা।

Advertisement

৩০ জুন ভোর সাড়ে ৪টে নাগাদ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন মন্দিরার স্বামী। বয়স হয়েছিল ৪৯ বছর। স্বামীর শ্মশানযাত্রায় কাঁধ দিয়েছিলেন মন্দিরা। আগুনের মালসা তুলে নিয়েছিলেন নিজের হাতে।

তার পর বেশ কিছু দিন ইনস্টাগ্রাম, ফেসবুক, বা কোনও সাক্ষাৎকারেও স্বামীর মৃত্যু-পরবর্তী পরিস্থিতি নিয়ে কথা বলেননি মন্দিরা। রাজকে নিয়ে কেবল দু’চার কথা লিখেছিলেন ইনস্টাগ্রামে। তা ছাড়া, সন্তানদের সঙ্গেই তাঁর ছবি দেখা গিয়েছে বেশি।

Advertisement

রাজকে হারানোর চার মাস পরে মন্দিরা বললেন, ‘‘ভাল অভিভাবক হয়ে ওঠাটাই আমার লক্ষ্য। দুই সন্তানই এখন আমার জগৎ। ওদের জন্যই রোজগার করতে বেরোই। আমার বেঁচে থাকার রসদ।’’

গত বছরের ২৮ জুলাই ৪ বছরের মেয়ে তারাকে দত্তক নেন মন্দিরা-রাজ। এর আগে তারকা দম্পতির কোলে আসে একমাত্র ছেলে বীর। কন্যা সন্তান না থাকায় তারকা দম্পতি এই পদক্ষেপ করেছিলেন বলে জানা যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement