প্রয়াত কঙ্গনার সহ-অভিনেত্রী মল্লিকা। ছবি: সংগৃহীত।
আত্মঘাতী হলেন জনপ্রিয় নেটপ্রভাবী, গায়িকা, অভিনেত্রী মল্লিকা রাজপুত। উত্তরপ্রদেশের সুলতানপুরে অভিনেত্রীর ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছে তাঁর ঝুলন্ত দেহ। সংসারে অশান্তির জেরেই মল্লিকা আত্মহত্যা করে থাকতে পারেন বলে অনুমান পুলিশের। ইতিমধ্যেই অভিনেত্রীর দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০।
মল্লিকা পরিচিতি পান কঙ্গনা রানাউতের ‘রিভলভার রানি’ ছবিতে কাজ করে। এ ছাড়াও গায়ক শানের সঙ্গে একটি অ্যালবামে দেখা গিয়েছে তাঁকে। জাভেদ আলির সঙ্গেও কাজ করেছেন তিনি। শুধু মল্লিকা নয়, তিনি বিজয়লক্ষ্মী নামেও পরিচিত ছিলেন তাঁর অনুরাগী মহলে। মঙ্গলবার সকালে প্রতিবেশীর ফোন পেয়ে আসে পুলিশ। উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ।
বছর পাঁচেক আগে অভিনেত্রী শিন্দে জর্নাদন নামের এক ব্যক্তিকে বিয়ে করেন মল্লিকা। তার পর থেকেই নাকি সংসারে নিত্য অশান্তি। তার জেরেই অভিনেত্রী চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়ে থাকতে পারেন বলে প্রাথমিক অনুমান পুলিশের।
যদিও মেয়ের সংসারে অশান্তি নিয়ে কোন ধারণাই ছিল না তাঁর মা সুমিত্রা সিংহর। মেয়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি। সুমিত্রা বলেন, ‘‘ঘরের দরজা বন্ধ, ভিতরে আলো জ্বলছে। জানলা দিয়ে উঁকি মারতেই দেখি মেয়ের দেহ। আমার তো ওদের সাংসারিক অশাান্তি নিয়ে কোনও ধারণাও ছিল না।’’