৪৭ এ দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা অভিনেত্রীর মা কী প্রতিক্রিয়া আর্যা পাবর্তীর? ছবি: সংগৃহীত।
পর্দায় ‘বাধাই হো’ যেন মিল গেল বাস্তবের সঙ্গে। ৪৭ বছর বয়সে মা হলেন মালয়ালম অভিনেত্রী আর্যা পার্বতীর মা। পঞ্চাশের দোড়গোড়ায় এসে পর্দায় মা হন নীনা গুপ্ত, মুক্তির পর প্রায় হইচই ফেলে দেয় এই ছবি। আয়ুষ্মান খুরানা অভিনীত ছবির চিত্রনাট্য যেন মিলে গেল অভিনেত্রী আর্যা পাবর্তীর জীবনে। ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রীর মা। সে এখন বড় দিদি। তবে ৪৭ বছর বয়সে ফের সন্তানের মা হলেন অভিনেত্রীর মা। কী প্রতিক্রিয়া আর্যা পার্বতীর?
গত সপ্তাহেই আর্যার বোনের জন্ম হয়। অভিনেত্রী বলেন, ‘আমি যখন মায়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনলাম, তখন একটু অবাক হয়েছিলাম। তবে এটা ভেবে নয় যে, ২৩ বছর বয়সে আমার খেলার সাথী আসছে। বরং এটা ভেবে যে, এই ঘটনা তো আমাদের গোটা পরিবারের কাছেই একটা বিস্ময়ের মতো। অনেকের ধারণা এই ঘটনায় হয়তো লজ্জা পাব। তবে আমি একেবারেই লজ্জিত নই, লজ্জা পাওয়ার বিষয় নয় এটা।’’
ঠিক কবে জানতে পারেন তাঁর মায়ের সন্তানসম্ভবা হওয়ার কথা। আট মাসের যখন অন্তঃসত্ত্বা অভিনেত্রীর মা, সেই সময় গর্ভাবস্থার কথা জানান। তবে সন্তান হওয়ার আগে বাদ গিয়েছিল জরায়ু। তাই অভিনেত্রী বুঝতে পারেননি, তাঁর মা দ্বিতীয় বার সন্তানসম্ভবা হতে পারেন। আর্যার কথায়, আম্মার ঋতুচক্র বন্ধ হয়ে গিয়েছিল। ভেবেছিলাম বয়সজনিত কারণেই এটা হয়েছে। এ দিকে চিকিৎসকও বলে দিয়েছিলেন, তিনি কখনও মা হতে পারবেন না। তাই গর্ভাবস্থার কথা মাথাতেই আসেনি।’’
তবে প্রথম বার মায়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে শুনে দু’চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। অভিনেত্রীর কথায়, ‘‘ছোট থেকেই ভাইবোনের সঙ্গ চাইতাম। যদিও প্রথমে মা-বাবা ভেবেছিলেন, আমি রেগে যাব। কিন্তু আমার প্রতিক্রিয়া ছিল অন্য। মাকে জড়িয়ে কেঁদে ফেলি। এত বছর পর খেলার সঙ্গী পেয়েছি, তাই লজ্জা পাচ্ছি না।’’