Ranbir Kapoor

রণবীর কপূরের সঙ্গে একান্ত যাপন ছবি ছড়িয়ে পড়ে মাহিরার, কী ভাবে সামাল দেন পরিস্থিতি?

রণবীরের সঙ্গে একান্ত যাপনের ছবি প্রকাশ্যে আসার পর কী ভাবে দিন কেটেছিল মাহিরার? মুখ খুললেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৩
Share:

রণবীরের সঙ্গে ভাইরাল ছবি প্রসঙ্গে মুখ খুললেন মাহিরা। ছবি: সংগৃহীত।

বছর নয় আগের কথা। ‘রইস’ ছবি করার পর ভারতে ব্যাপক জনপ্রিয়তা পান পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। কিন্তু পর পর এমন কিছু ঘটনা ঘটে যায় যে ভারতে আর ছবি করে ওঠা হয়নি মাহিরার। যার মধ্যে সব থেকে বিতর্কিত ছিল রণবীর কপূরের সঙ্গে মাহিরার ধূমপানের ভিডিয়ো। সঙ্গে নজরে আসে অভিনেত্রীর পিঠে কামড়ের দাগ। ঊরি হামলার পর পাকিস্তানি শিল্পীদের উপর নিষেধাজ্ঞা আরোপিত হয়ে এ দেশে। ফলে শিল্পীদের ভারতে এসে কাজ করার পথ বন্ধ হয়ে যায়। রণবীরের সঙ্গে ওই ছবি প্রকাশ্যে আসার পর কী ভাবে দিন কেটেছিল মাহিরার, মুখ খুললেন অভিনেত্রী।

Advertisement

ছবিটি নাকি নিউ ইয়র্কে তোলা। একটি হোটেলের বাইরে একান্ত যাপন করছিলেন রণবীর-মাহিরা। অভিনেত্রীর পরনে সাদা পিঠ খোলা জামা, এলোমেলো চুল। রণবীরের পরনে ট্র্যাক প্যান্ট ও টি-শার্ট। হোটেলের বারান্দায় ধূমপান করছেন দু’জনে। এই ছবিতে অনেকেরই নজর কাড়ে মাহিরার পিঠে কামড়ের দাগ। সেই নিয়ে নানা জল্পনা শুরু হয়। এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন মাহিরা। অনেকেই তাঁকে বলতে শুরু করেন তাঁর কেরিয়ার এ বার শেষ। সেই সময় মাহিরার বিয়ে ভেঙেছে, ছেলে ছোট। যার ফলে খানিকটা চাপ অনুভব করেছিলেন তা স্বীকার করে নেন মাহিরা। তিনি বলেন, ‘‘ছবি নিয়ে মানুষের সমালোচনায় আমিও ভেঙে পড়েছিলাম। বুঝতে পারছিলাম না কী ভাবে সামাল দেব। একটা সময় রাতভর কেঁদে কাটিয়েছি।’’

সময়টা কঠিন ছিল কিন্তু মাহিরা কঠিন সময় একা পার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর কথায়, ‘‘সেই বছরটা অদ্ভুত একটা সফরের মধ্যে দিয়ে গিয়েছে। একে আমার বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটে, তার পর ছেলেকে একা হাতে মানুষ করছি। ও দিকে প্রতিবেশী দেশের পাকিস্তানি শিল্পীদের উপর নিষেধাজ্ঞা। সব মিলিয়ে বড্ড কঠিন ছিল সময়টা। তবে সে ভাবে কাউকে বুঝতে দিইনি।’’ সেই ঘটনার পর অনেকগুলো বছর কেটে গিয়েছে। দ্বিতীয় বার ঘর বেঁধেছেন মাহিরা। রণবীরও এখন সংসারী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement