Viral Girl Monalisa

পাত্তা পাচ্ছিলেন না সারা, শুটিংয়ে কী করা হল মহাকুম্ভের ‘ভাইরাল গার্ল’ মোনালিসাকে?

শোনা গিয়েছে, বলিউড থেকে প্রস্তাব পেয়েছেন মহাকুম্ভের ‘ভাইরাল গার্ল’ মোনালিসা। তাঁর সৌন্দর্যের কাছে নাকি হার মেনেছিলেন সারা আলি খান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১৮:৫৭
Share:

সারাকে হার মানতে হয় মোনালিসার কাছে! ছবি: সংগৃহীত।

কাজলটানা বাদামি চোখ, শ্যামলা গায়ের রং, রঙিন ঠোঁট। এই মুহূর্তে নেটপাড়ায় ভাইরাল এই কন্যা। চলতি বছরের মহাকুম্ভের দৌলতে তিনি প্রচারের আলোয়। সাধুসন্ত, নাগা সন্ন্যাসী দর্শনের পাশাপাশি নিজের পরিচিতি তৈরি করে ফেলেছেন ষোড়শী ‘মোনালিসা’। কয়েক শতক পেরিয়েও মোনালিসার আকর্ষণে বিন্দুমাত্র টান ধরেনি। তা সে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা ছবিই হোক কিংবা কুম্ভমেলার পাথরের মালাবিক্রেতা। মহাকুম্ভের এই মালাপসারিণীকে নিয়ে উত্তাল আসমুদ্রহিমাচল। শোনা যাচ্ছে বলিউড থেকে প্রস্তাব পেয়েছেন এই ‘ভাইরাল গার্ল’। তাঁর সৌন্দর্যের কাছে নাকি হার মেনে যান নবাব-কন্যা সারা আলি খানও!

Advertisement

সমাজমাধ্যমে এখন শুধুই তিনি! এই খ্যাতির বিড়ম্বনায় নাকি মালা বিক্রিই হচ্ছিল না। তাই মেলা ছেড়ে চলে গিয়েছেন মোনালিসা। তবে যা হয়, সবই নাকি ভালর জন্য হয়! ইতিমধ্যেই শোনা গিয়েছে, মোনালিসা নাকি দক্ষিণী বিনোদন দুনিয়া থেকে ডাক পেয়েছেন। যদিও সবটাই মৌখিক। কিন্তু মোনালিসার নাকি শুটিং সেটে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে। সেই ছবিতে অভিনেত্রী ছিলেন সারা আলি খান। পর্দায় সারা, নেপথ্যে মোনালিসা! কিন্তু তাঁর সৌন্দর্যের কাছে নাকি ফিকে পড়ে যাচ্ছিলেন সারা। শেষমেশ নায়িকার জন্য মোনালিসার রূপটান মুছিয়ে দেন পরিচালক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement